ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়েমেন জাতিসংঘের কাছে বিদেশী স্থল সেনাবাহিনী চেয়েছে

প্রকাশিত: ০৬:২৭, ৮ মে ২০১৫

ইয়েমেন জাতিসংঘের কাছে বিদেশী স্থল সেনাবাহিনী চেয়েছে

ইয়েমেন হুতিদের হটানোর জন্য বিশেষ করে এডেন ও তায়িজ শহরে বিদেশী স্থল সেনাবাহিনীর সহায়তা চেয়েছে জাতিসংঘের কাছে। সৌদি সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাদা ও হাজ্জায় ৩০ বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় ৪৩ জন বেসামরিক লোক নিহত এবং অন্তত ১শ’ জন আহত হয়েছে বলে হুতি সূত্রে বলা হয়েছে। অন্যদিকে, এডেন থেকে নৌকায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের। এডেন ও তায়িজ শহরে জোটের বিমান হামলা সত্ত্বেও বিদ্রোহীদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ইয়েমেন মার্চে উপসাগরীয় দেশগুলো থেকে সামরিক সহায়তার অনুরোধ জানিয়ে জাতিসংঘের কাছে একই ধরনের একটি চিঠি পাঠানোর পর জোট বিমান হামলা শুরু করে। হুতিদের বর্বর হামলার প্রমাণ তুলে ধরার জন্য মানবাধিকার গ্রুপগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে সাম্প্রতিক অনুরোধে। জাতিসংঘে ইয়েমেনের রাষ্ট্রদূত খালেদ এলাইমানির চিঠিতে এডেন থেকে বুধবার নৌকায় পালিয়ে যাওয়ার সময় ৩২ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, ইয়েমেন বিশেষ করে এডেন ও তায়িজ রক্ষার লক্ষ্যে দ্রুত স্থল সৈন্যের হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা অনুরোধ জানাই। এডেনের আল তাওয়াহি এলাকায় তীব্র লড়াই চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ লড়াইয়ে বেসামরিক লোকজনের জীবন বিপর্যস্ত হয়ে পড়ায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে। ইয়েমেনি বিদ্রোহীরা মঙ্গলবার সৌদি আরবের অভ্যন্তরে রকেট ও মর্টার হামলা চালানোর পর সাদা ও হাজ্জা প্রদেশে বিমান হামলা চালায় সৌদি জোট। রিপোর্টে বলা হয়, সীমান্ত সংলগ্ন সৌদি শহর নাজরানে ওই রকেট ও মর্টার হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে।
×