ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৮, ৭ মে ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৫. ‘বাংলাদেশ’ কবিতায় ‘চিরদিন বাংলাদেশ’ বলতে কবি কী বুঝিয়েছেন? র. বাংলার অতীত ঐতিহ্য রর. আবহমান বাংলার সৌন্দর্য ররর. অসাম্প্রদায়িক সম্প্রীতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করা যায়? ক) প্রকৃতি ও ঋতুরাজের সম্পর্ক খ) ঋতুরাজ ও মানবের সম্পর্ক গ) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক ঘ) স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক ১৭. শরৎচন্দ্র বর্মা মুল্লুকে গিয়েছিলেন কেন? ক) জীবিকার তাগিদে খ) ভ্রমণের জন্য গ) ব্যবসায় করার জন্য ঘ) বিদ্যা অর্জনের জন্য ১৮. ′বঙ্গভাষা′ কবিতায় ′মজলাম′ শব্দটি কোন বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে? ক) মজিলাম খ) মজেছিনু গ) মজিনু ঘ) মজলাম ১৯. ‘পাঞ্জেরি’ কবিতায় ‘দরিয়া-অর্থই ভ্রান্তি নিয়াছি তুলে’ বলতে কী বোঝানো হয়েছে? ক) সিদ্ধান্ত গ্রহণে ভূল খ) পরাধীনতার গ্লানি গ) নেতৃত্বদানে ভূল ঘ) নেতৃত্বের গ্লানি ২০. “আমরা বলি, যাহারই গায়ে জোর নাই, তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়” - উক্তিটি কোন রচনার? ক) অর্ধাঙ্গী খ) হৈমন্তী গ) বিলাসী ঘ) একুশের গল্প ২১. ‘কবর’ কবিতায় কত জন পরমাত্মীয়ের মৃত্যুর বর্ণনা দেয়া হয়েছে? ক) ৪ জন খ) ৫জন গ) ৬ জন ঘ) ৭ জন ২২. ‘লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়। ভাত খাওয়া যে অন্ন পাপ’ - কার সম্বন্ধে বলা হয়েছে? ক) মৃত্যুঞ্জয় খ) বিলাসী গ) হিন্দু সমাজ ঘ) বিলাসী ও মৃত্যুঞ্জয় ২৩. ′বঙ্গভাষা′ সনেটে প্রকাশ পেয়েছে- র. মাতৃভাষার ঐশ্বর্য রর. মাতৃভাষার মহিমা ররর. মাতৃভাষার প্রতি দরদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. যে উদ্ধৃতির বা উদ্ধৃতি গুচ্ছের মাধ্যমে ′সোনার তরী′ কবিতার বিপন্ন অবস্থা ব্যক্ত হয়েছে- র. আমি অপার হযে বসে আছি ওহে দয়াময় রর. গিরি-সঙ্কট, ভীরু যাত্রীরা, গুর জরজায় বাজ ররর. এই আশা যাওয়ার খোয়ার কূলে আমার বাড়ি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. চার মহাদেশ পরিব্যাপ্ত পটভূমি নিয়ে রচিত অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ হলো- র. পারাপার রর. অনি:শেষ ররর. পালাবদল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৬. এইচআইভি সংক্রমিত হয় কোন প্রক্রিয়ায়? ক) এক বিছানায় ঘুমালে খ) এক পুকুরে গোসল করলে গ) করমর্দন করলে ঘ) রক্ত আদান-প্রদান করলে ২৭. ′কলিমদ্দি দফাদার′ গল্পে লাঠিখেলার ঐতিহ্যের চিহ্ন কোনটি? ক) হাতে লাঠি খ) মাথায় পাগড়ি গ) বাবরি চুল ঘ) লম্বা গোঁফ ২৮. “চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।” কেন? ক) নাতনির শোকার্ত কান্নায় ব্যথিত হয়ে খ) পুত্রবধূর শোকার্ত কান্নায় ব্যথিত হয়ে গ) মেয়ের শোকার্ত কান্নায় ব্যথিত হয়ে ঘ) পুত্রের শোকার্ত কান্নায় ব্যথিত হয়ে ২৯. ′নবঃঃবৎ যধষভ′ শব্দটির পরিভাষা কোনটি? ক) পরার্থ খ) পরমার্ধ গ) নিকৃষ্টার্ধ ঘ) উত্তমার্ধ ৩০. ঞযবড়ষড়মরপধষ খবপঃঁৎব শব্দ দুটি দিয়ে কী বুঝানো হয়েছে? ক) সামান্য ইচ্ছা খ) জ্ঞানগর্ভ বক্তৃতা গ) ধর্মতত্ত্বীয় বক্তৃতা ঘ) উকিলের জেরা ৩১. কার বিশ্বাসের কাঁটা নড়ে? ক) কাদেরের খ) মকসুদের গ) ইউনুসের ঘ) মোদাব্বেরের ৩২. ২০০৫ সালে টঘঅওউঝ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ঐওঠ পজেটিভ মানুষের সংখ্যা কত? ক) ১০৯ জন খ) ৬৫৬ জন গ) ৬৫৮ জন ঘ) ৮৭৪ জন
×