ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষ নাটক ‘ছায়াবৃত্তে শেষের কবিতা’

প্রকাশিত: ০৬:৫৬, ৭ মে ২০১৫

বিশেষ নাটক  ‘ছায়াবৃত্তে  শেষের কবিতা’

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘শেষের কবিতা’ উপন্যাসের অনুপ্রেরণায় সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ছায়াবৃত্তে শেষের কবিতা’। উপন্যাসের নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মিশু ও তিশা। নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, নাটকে দেখা যাবে জয়ীতা, মফস্বল শহরে পিতার আদরে বেড়ে ওঠা একটি মেয়ে। অর্থৎ তার মা বর্তমান নেই। জয়ীতা পড়ার বাইরে পড়ার স্বভাবটা তার বাবার কাছ থেকে রপ্ত করেছে। জয়ীতা রাজধানীর একটি বেসরকারী কলেজের বাংলার শিক্ষক। সাবলেট বাসায় নিজেই নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে। না এটা একটু পেছনের ঘটনা। পরিচালক আরও জানান, এটি কোন রিমেক বা ভার্সন নয়। এত বছর আগেও বাঙালীর অহঙ্কার সর্বশ্রেষ্ঠ লেখক রবীন্দ্রনাথ কতটা আধুনিক, কতটা সমসাময়িক, কতটা প্রসঙ্গিক সেটাকে তুলে ধরার সামান্য প্রয়াস মাত্র। অমিত লাবণ্যেও টানাপড়েন, আর দ্বন্দ্ব আমাদের সমাজে হরহামেশাই পাওয়া যায়। সেটাই তুলে ধরা হয়েছে।
×