ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনিমা রায়ের রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘তোমার বিরহে’

প্রকাশিত: ০৬:৫৫, ৭ মে ২০১৫

অনিমা রায়ের রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘তোমার বিরহে’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জনপ্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথের ১৩৪তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে দেশের গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের ৭ম একক এ্যালবাম ‘তোমার বিরহে’ সম্প্রতি বাজারে এসেছে। এবারের এ্যালবামে শ্রোতাদের কথা চিন্তা করেই প্রচলিত ঢঙের গানগুলো রাখা হয়েছে। মোট ১৩টি গান নিয়ে তৈরি হয়েছে এবারের এ্যালবামটি। গানগুলো হলো এরা সুখের লাগি, আমার পরাণ যাহা চায়, অলি বার বার ফিরে যায়, তুমি কোন কাননের ফুল, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ইত্যাদি। এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। এ্যালবামটি প্রযোজনা করেছে সাহিদ গ্রুপ ও পরিবেশনায় রয়েছে লেজার ভিশন। নতুন এ্যালবাম প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, আমার এর আগের এ্যালবামে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এক একটি থিম নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন বিষয়ের ওপরে কাজ করতে গিয়ে জনপ্রিয় ও প্রচলিত গানগুলো আমার কণ্ঠে ধারণ করা হয়নি। সেই ভেবেই এবারের এ্যালবামটিতে রবীন্দ্রনাথের খুব প্রচলিত গানগুলো করা হয়েছে। আশা করছি আমার শ্রোতাদের ভাল লাগবে। প্রসঙ্গত, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অণিমা বেশ কয়েকটি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে।
×