ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিয়েনা মাতালেন রথীন্দ্রনাথ রায়

প্রকাশিত: ০৬:৫৩, ৭ মে ২০১৫

ভিয়েনা মাতালেন রথীন্দ্রনাথ রায়

সংবাদদাতা, ভিয়েনা থেকে ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলা বর্ষবরণ করেছেন অষ্ট্রিয়া প্রবাসী বাঙালীরা। বাংলা নববর্ষকে বরণের লক্ষ্যে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জেন্টস হলে ২১ বৈশাখ রবিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঙালী-অষ্ট্রিয়ান হিন্দু কালচারাল এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনারিয়া হাইলমান। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক রুহী দাস সাহা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিল্পী রথীন্দ্র নাথ রায়ের মনোজ্ঞ পরিবেশনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খ্যাত এই গুণী শিল্পী একটার পর একটা পরিবেশন করেন মাটির গান। তাঁর অনুকরণীয় সুরশৈলী ও হৃদ্ধ গায়কী প্রবাসী শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা চিরচেনা বাংলায়। একের পর এক তিনি গেয়ে শোনান তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, আমার এই দেশ সব মানুষের, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, খোদার ঘরে নালিশ করতে, ও যার অন্তরে বাহিরে কোন তফাত নাই শিরোনামের গান। তাঁর সুর জাদু মন্ত্রের মতো আবিষ্ট করে রাখে দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, দূতাবাসের অনারারি কাউন্সেলার কমার এরনস্ট গ্রাফট, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, এম নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির প্রমুখ। অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন উজালা রোজারিও, নাহিদ খান সুমি, জান্নাতুল ফেরদাউস, উৎফল কর্মকার, ঐশ্বর্য্য শামছুদ্দিন ও নাসরিন রহমান। নৃত্য পরিবেশন করেন, সুবর্ণ ম-ল, রামিতা সাহা, ইশিতা সাহা, বিত্তি দাস, মেঘা কর্মকার, অর্জন দাস, প্রথমা, ঐশিক, তুষার, উৎস ও আরোহী। উপস্থাপনায়- ফারা দিবা। তবলায়- বিশ্বজিৎ ঘোষ, মিউজিকে ছিলেন, আরিফ ও তপন রোজারিও।
×