ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ জনে পরিণত হলো বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৯, ৭ মে ২০১৫

১০ জনে পরিণত হলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শাহাদাত হোসেনের ইনজুরির জন্য ১১ থেকে ১০ জনে পরিণত হয়ে গেল বাংলাদেশ। রুবেল ইনজুরিতে পড়েছেন। তাই দ্বিতীয় টেস্টের দল থেকে রুবেলকে বাদ দেয়া হয়। রুবেলের পরিবর্তে খেলানো হয় শাহাদাত হোসেন রাজিবকে। স্বাভাবিকভাবেই পেস আক্রমণ মজবুত রাখতেই শাহাদাতকে একাদশে রাখা হয়। কিন্তু দিনের দ্বিতীয় বল করেই শাহাদাত ইনজুরিতে পড়ে যান। এরপর মাঠে নামেন। তবে মধ্যাহ্ন বিরতির পর বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে অনুশীলন করতে গিয়ে আবারও যে ইনজুরিতে পড়েন, স্ট্রেচারে করে শাহাদাতকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। একটা সময় মনে হয়েছে আর মিরপুর টেস্টই খেলতে পারবেন না শাহাদাত। কিন্তু ম্যাচটি পাঁচদিনে হবে। তাই শাহাদাতকে বল হাতে দেখা না গেলেও ব্যাট হাতে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তা হলেও তো লাভ হচ্ছে না। শাহাদাতকে নেয়ারই হয়েছে বোলার হিসেবে। ব্যাট হাতে কী আর করতে পারবে বাংলাদেশ। তাই শাহাদাতকে হিসেবের বাইরে রাখতে হচ্ছে। ১০ জনে পরিণত হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন প্রথম সেশনের প্রথম বলেই হোঁচট খান শাহাদাত। দ্বিতীয় বল করে আর বলই হাতে নিতে পারেননি। ডানহাতি পেসার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আর বল করতে পারবেন না। ফলে পাকিস্তানের বিপক্ষে দশজন নিয়েই খেলতে হবে মুশফিকদের। বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওপেনিং ওভারে বল করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান শাহাদাত। এরপর হালকা চিকিৎসা নিয়ে নিজের দ্বিতীয় বল করেন ২৮ বছর বয়সী পেসার। কিন্তু সেই বলে চার রান দিয়ে পুরোপুরি মাঠ ছাড়েন শাহাদাত। তার পরিবর্তে আবুল হাসান রাজু ফিল্ডিংয়ে নামেন। তবে পাকিস্তানের প্রথম ইনিংসের ১৭তম ওভারে আবার মাঠে ফেরেন শাহাদাত। তাইজুল ইসলামের বলে সামি আসলামের ক্যাচটা লুফে নিয়ে আনন্দের উপলক্ষও তৈরি করেন তিনি। যেভাবে তিনি দৌড়ে গিয়ে ক্যাচটি ধরলেন, তখনও মনে হয়েছিল তার হাঁটুর আঘাতটা হয় তো গুরুতর কিছু নয়। কিন্তু ফের বিপত্তি বাধল মধ্যাহ্ন ভোজের বিরতিতে। শাহাদাতকে নিয়ে অনুশীলন করছিলেন বোলিং কোচ হিথ স্ট্রিক। তিনটা বল ঠিকঠাক করলেন। চতুর্থ বলে দুম করে পড়ে গেলেন পিচে! দূর থেকেই বোঝা গেল চোটটা তার যথেষ্টই। দাঁড়াতে পারলেন না। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হলো শাহাদাতকে। শাহাদাত ডান হাঁটুতে চোট পেয়েছেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
×