ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধাদের যুদ্ধাপরাধী বলায় ব্রিটিশ আইনজীবীর শাস্তি দাবি

প্রকাশিত: ০৬:৩০, ৭ মে ২০১৫

মুক্তিযোদ্ধাদের যুদ্ধাপরাধী বলায় ব্রিটিশ আইনজীবীর শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ ব্রিটিশ আইনজীবী রর্বাটসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের যুদ্ধাপরাধী মন্তব্যের জন্য শাস্তি দাবি করেছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতৃবৃন্দ। বুধবার স্বাধীনতা অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেনÑ অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হোসেন, ড. মোঃ আজিজুর রহমান, ড. এম একরামুল হক, ড. রীতা সেন, ড. আতিকুর রহমান, ড. এ্যাডভোকেট আলাউদ্দিন প্রমুখ। এ সময় প্রায় ৫০০ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোঃ জামাল উদ্দিন সিকদার এই হীন চক্রান্তের প্রতিবাদ করে স্বাগত বক্তব্যসহ তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি আকম মোজাম্মেল হক সকলকে এই মর্মে অবহিত করেন যে ব্রিটিশ আইনজীবী জুইও ফ্রে রবার্টসন-এর এহেন বক্তব্য স্বাধীনতা বিরোধীশক্তিকে উৎসাহিত করবে। তার এ মন্তব্য বিএনপি-জামায়াত জোটের সূক্ষ্ম ষড়যন্ত্র বলেও সম্মেলনে বলা হয়। এ ধরনের বক্তব্য বাঙালী জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় প্রতিপন্ন করছে। মন্ত্রী আকম মোজাম্মেল হক আরও বলেন, ব্রিটিশ আইনজীবী কর্তৃক প্রদত্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কটুক্তি বা সংবিধান পরিপন্থী হয়ে থাকলে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×