ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেলপলিশে নষ্ট মস্তিষ্কের কোষ

প্রকাশিত: ০৪:৩৪, ৭ মে ২০১৫

নেলপলিশে নষ্ট মস্তিষ্কের কোষ

নেইলপলিশের মধ্যে থাকা টলুইন কেমিক্যাল মস্তিষ্কের অনেক ক্ষতি করতে পারে। কারণ টলুইনের গন্ধ মস্তিষ্কের কোষগুলোকে নষ্ট করে দিতে পারে। এটি সাধারণত ব্যবহৃত হয় বাড়ি ও গাড়ি রং করতে। তখন মাস্ক ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, নিয়মিত নেইলপলিশ ব্যবহারকারীদের অবশ্যই মাস্ক পড়া উচিত। -ওয়েবসাইট ‘এক সন্তান নীতি’র পার্শ্বপ্রতিক্রিয়া ‘এক আশা, এক আনন্দ, এক দায়িত’ এই ট্যাগ লাইন তিন দশক ধরে বপন করেছে চীন সরকার। এর ফলে দ্বিতীয় সন্তান নেয়ার ইচ্ছা তিলে তিলে শেষ হয়েছে। ২০১৩ সালে এই নীতি লঘু করলেও অনেকেই ‘ওয়ান চাইল্ড পলিসি’ সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন। অনেক দম্পতি মনে করেন, দ্বিতীয় সন্তান নেয়ার জন্য সমাজে উপযুক্ত পরিকাঠামো নেই। ১৯৮০ সালে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এই নীতি চালু করেছিল। এটি এখন চীনের অর্থনীতির উন্নতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। -জি নিউজ
×