ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খড়ের গাদা

প্রকাশিত: ০৫:৫৯, ৬ মে ২০১৫

খড়ের গাদা

গ্রামগঞ্জের চিরায়ত চিত্র কৃষকের বাড়ির ভেতর বা বাইরে পালা দিয়ে রাখা খড়ের স্তুূপ বা খড়ের গাদা। গ্রামবাংলার এই চিত্র রাজধানীতে অবিশ্বাস্য হলেও মিরপুর বেড়িবাঁধ এলাকায় এর দেখা মেলে। সাধারণত ধান মাড়াই করার পর গরুর শুকনো খাদ্য হিসেবেই খড়ের ব্যবহার হয়। মঙ্গলবার ছবিটি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×