ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালত অবমাননা এক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিত: ০৭:৪৬, ৫ মে ২০১৫

আদালত অবমাননা এক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ আদালত অবমাননার অভিযোগে হবিগঞ্জের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদ- দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেয়। আদেশের পর সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম ওই ব্যবসায়ীকে সুপ্রীমকোর্ট এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশের হাতে তুলে দেন। আদালতে বাদী পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী। জানা গেছে, হবিগঞ্জের বিসমিল্লাহ পরিবহনের মালিক আব্দুস শহীদ জনৈক শ্যামল কান্তি দাসের জমি ‘দখল’ করে ভবন নির্মাণ শুরু করলে এর বিরুদ্ধে শ্যামল কান্তি হবিগঞ্জের আদালতে মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের প্রথম যুগ্ম জেলা জজ ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশের বিরুদ্ধে আব্দুস শহীদ উচ্চ আদালত এলে বিচারিক আদালতের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে শ্যামল কান্তি দাস আপীল করলে ২০১৩ সালের ২৭ জানুয়ারি ভবন নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় আপীল বিভাগ। আব্দুস শহীদ আদালতের এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করে বাদী পক্ষ। এ আবেদনের পর আব্দুস শহীদকে তলব করে আদালত। সোমবার আদালতে হাজির হলে তাকে এক মাসের কারাদ- নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সুপ্রীমকোর্ট।
×