ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বোঝে না সে বোঝে না’ মুক্তি পাচ্ছে শুক্রবার

প্রকাশিত: ০৭:১৩, ৫ মে ২০১৫

‘বোঝে না সে বোঝে না’ মুক্তি পাচ্ছে শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥ এক এক করে ৫৬টি ব্যবসা সফল চলচ্চিত্রের পরিচালক মনতাজুর রহমান আকবর। এ পরিচালকের ৫৭ নম্বর চলচ্চিত্র ‘বোঝে না সে বোঝে না’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। বিখ্যাত পরিচালক আজিজুর রহমানের শিষ্য মনতাজুর রহমান আকবর নব্বই দশকের শুরুতে ‘ন্যায়যুদ্ধ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর ‘চাকর’, ‘প্রেম দিওয়ানা’, ‘বাবার আদেশ’, ‘শান্ত কেন মাস্তান’, ‘গু-া নাম্বার ওয়ান’, ‘কুখ্যাত খুনি’, ‘কাজের মানুষ’সহ অসংখ্য ব্যাবসা সফল চলচ্চিত্রের পরিচালক মনতাজুর রহমান আকবর দেলোয়ার জাহান ঝন্টু এবং আজিজুর রহমানের পর তৃতীয় পরিচালক হিসেবে ৫০টি চলচ্চিত্র পরিচালনার মাইলফলক স্পর্শ করেন। এরই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে ‘বোঝে না সে বোঝে না’। নিজের প্রযোজনা সংস্থা নয়ন আপন প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত রোমান্টিক এ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘বোঝে না সে বোঝে না’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল, নবাগত আকাশ খান, অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি, রেবেকা প্রমুখ। এ প্রসঙ্গে পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, সুন্দর একটি গল্প অবলম্বনে যতেœর সঙ্গে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র ‘বোঝে না সে বোঝে না’। তিনি বলেন, চলচ্চিত্রটি সব শ্রেণীর দর্শকের মন জয় করবে আমার বিশ্বাস।
×