ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশিত: ০৬:৫০, ৫ মে ২০১৫

কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০১৫ সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ। ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। -বিজ্ঞপ্তি বুড়িমারী বন্দর দিয়ে কাটা পাথর আমদানির অনুমতি নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ সরকার পদ্মা সেতুর সড়কের কাজ ও উন্নয়ন কাজ চালু রাখতে ১১ লাখ মেট্রিকটন ভুটানী কাটা পাথর জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি করার অনুমতি দিয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ হাজার মেট্রিকটন কাটা পাথর বন্দরে এসে পৌঁছে গেছে। শুল্কমুক্ত সুবিধা নিয়ে ভুটান হতে এই পাথর আসছে। প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়িয়ে পাথর আমদানির পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। বাংলাদেশে নিযুক্ত ভুটানি কূটনৈতিক কার্যালয়ের প্রথম বাণিজ্য সচিব (বাণিজ্য) ইয়োনটেন গেমস্থো, স্টেট ট্রেডিং কর্পোরেশন অব ভুটান লিমিটেডের রফতানি বিষয়ক কর্মকর্তা ছ্যান্সে। বাংলাদেশের পক্ষে আমদানিকারক প্রতিষ্ঠানে লুম্বিনী ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম পাথর আমদানির চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী (সিএ্যান্ডএফ এজেন্ট) আবু সাঈদ জানায়, পদ্মা সেতুর কাজ দৃশ্যমান হয়েছে।
×