ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরমে অতিষ্ঠ

প্রকাশিত: ০৫:৫৬, ৫ মে ২০১৫

গরমে অতিষ্ঠ

গ্রীষ্মের প্রচণ্ড গরমে কেবল মানুষ নয়. প্রাণীরাও অতিষ্ঠ। প্রচণ্ড গরমে একটি স্বস্তির স্থান খুঁজে বের করতে তারা থাকে সচেষ্ট। তাদের পানীয়র উৎসগুলো শুকিয়ে যায়। তাই এ সময় পিপাসার কষ্ট সহ্য করতে হয় অনেক প্রাণীকে। পিপাসার তাড়নায় অনেক সময় ময়লা বা খাওয়ার অযোগ্য পানিও খেতে তারা বাধ্য হয়। ঢাকার ওয়াইজ ঘাট এলাকার বুড়িগঙ্গার পানিতে নামা কুকুরটির ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×