ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুদক ফের মাসিক সংবাদ ব্রিফিংয়ে তথ্য দেবে

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মে ২০১৫

দুদক ফের মাসিক  সংবাদ ব্রিফিংয়ে  তথ্য দেবে

স্টাফ রিপোর্টার ॥ টানা পাঁচ মাস বন্ধের পর ব্যাপক পরিবর্তন এনে আবার নিয়মিত মাসিক সংবাদ সম্মেলন চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিমাসে কমপক্ষে একবার সংবাদ সম্মেলনের কথা দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালায় থাকলেও গত পাঁচ মাস এ নিয়ম মানেনি রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি। ফলে দীর্ঘদিন দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন প্রকার তথ্য প্রদান করা হয়নি। দুদক সূত্র জানায়, মাসিক ব্রিফিংয়ে দুদক সচিব সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও চলতি মাস থেকে তাকে এ দায়িত্ব থেকে বাদ দিয়ে একজন মহাপরিচালককে (ডিজি) দায়িত্ব দিয়েছে কমিশন। দুদক সচিব মোঃ মাকসুদুল হাসান খানের বদলে দুদকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে থাকবেন সংস্থাটির প্রতিরোধ ও গণসচেতনতা বিভাগের ডিজি ড. মোহাম্মদ শামছুল আরেফিন। এছাড়া সংবাদ সম্মেলনে আরও থাকবেন দুদকের দুই পরিচালক এবং জনসংযোগ বিভাগের প্রধান ও উপ-পরিচালক (জনসংযোগ)। তথ্য অবমুক্তকরণ নীতিমালা-২০১১ এর ৩.৫ ধারায় উল্লেখ রয়েছে, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক প্রধান কার্যালয়ে প্রতিমাসে কমপক্ষে একবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য অবমুক্ত করা হবে। কমিশনের পক্ষে একজন মুখপাত্র প্রেস ব্রিফিং করবেন। নীতিমালায় প্রেস ব্রিফিংয়ের জন্য নির্দিষ্ট কোন পদের কথা না বলা হলেও শুরু থেকে দুদকের সচিবের দায়িত্বে যিনি থাকতেন তিনি ব্রিফিং করতেন। সাবেক সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী দুদকে দীর্ঘদিন দায়িত্ব পালনকালে তিনিই ব্রিফিং করতেন। সচিব ফয়জুর রহমান গত বছরের ১ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান। ৬ আগস্ট দুদকের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ মাকসুদুল হাসান খান। এরপর সর্বশেষ তিনি গত ১৭ সেপ্টেম্বর ও ২০ নবেম্বর দুদকে মাসিক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় বিভিন্ন সংবাদমাধ্যমে মহাজোট সরকারের সাবেক মন্ত্রী-এমপিকে দুদক অভিযোগ থেকে দায়মুক্তি দিলে ব্যাপক সমালোচনা শুরু হয়। দুদকের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনার মুখে উঠায় কমিশনও সংবাদমাধ্যমকে এড়িয়ে চলে। এরপর পাঁচ মাস বন্ধের পর আবারও সচিবকে বাদ দিয়ে ব্রিফিংয়ের সিদ্ধান্ত নেয় কমিশন।
×