ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপালের দুর্গতদের সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৪৯, ৪ মে ২০১৫

নেপালের দুর্গতদের সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ নেপালে সাম্প্রতিক ভূমিকম্পে দুর্গত মানুষের সাহায্যার্থে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউট। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আগামী ৬ মে বিকেল ৩ টায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরা কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য এ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী। সম্মানিত অতিথি থাকবেন ঢাকায় নেপালের এম্বাসেডর করি কুমার শ্রেষ্ঠ, কবি আজিজুর রহমান আজিজ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর ও কবি ড. মুহম্মদ সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. শরীফ আশরাফউজ্জামান। অনুষ্ঠান সমন্বয়কারী ড. আবুল আজাদ জানান, সংক্ষিপ্ত আলোচনানুষ্ঠানের পর কবিতা পাঠ করবেন সংসদ সদস্য কাজী রোজী, কবি মুহম্মদ নূরুল হুদা, রবিউল হুসাইন, হাবিবুল্লাহ সিরাজী, আসাদ মান্নান, নাসির আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সহযোগিতায় মুক্তিযুদ্ধ একাডেমি ও রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশ।
×