ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সজীব দাশ

প্রকাশিত: ০৫:৪৯, ৪ মে ২০১৫

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সজীব দাশ

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজীব দাশ। অডিও এ্যালবাম এবং চলচ্চিত্র দু’মাধ্যমের কাজ ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে চলচ্চিত্রের চেয়ে অডিও ব্যস্ততা বেশি। সজীব দাশ সঙ্গীত পরিচালনা শুরু করেন ২০০৫ সালে রিমেক গানের মাধ্যমে। তারপর ‘পেনসিলে আঁকা ছবি’ নামে তার সঙ্গীত পরিচালনায় মিশ্র এ্যালবাম বাজারে আসে ২০০৭ সালে সঙ্গীতার ব্যানারে। এ এ্যালবাম থেকে ‘ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায় তাকে এনে দেয় তারকা সঙ্গীত পরিচালকের খ্যাতি। তারই ধারাবাহিকতায় ‘মেঘ বলেছে যাব যাব’ ২০০৯, ‘সুহাসিনী’ ২০১০, ‘ভালবাসিনী’ ২০১২ সালে গানগুলো আলোচনায় আসে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সঙ্গীত শিল্পী এসআর সুমনের সলো, আমিনুল মোমেনিন মানিকের সলো, সুরিৎ সুফিয়ানের মিশ্র, রিয়াজ লিটনের সলো ও তার ব্যান্ডের একটি এ্যালবামের কাজ নিয়ে। এছাড়া গেলো পহেলা বৈশাখে ফয়সাল রাব্বিকিনের কথায় একটি মিশ্র এ্যালবাম, আশিক বন্ধুর কথায় একটি মিশ্র এ্যালবাম, আর জে রাজু ও মিষ্টির ডুয়েট মিশ্র এ্যালবাম রিলিজ হয়েছে। ইতোমধ্যে তার সঙ্গীত পরিচালনায় লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, শশীর ‘শহর জুড়ে শশীর গানসহ বেশকিছু এ্যালবামের গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সঙ্গীতের গুরু দেশবরেণ্য সঙ্গীত শিল্পী লাকী আখন্দকে। তিনি ১২ বছর ধরে তার কাছে সঙ্গীত পরিচালনা শিখেছেন। এটাই তার বড় পাওয়া বলে মনে করেন। এছাড়া বি পি এলের থিম সং, ওয়ার্ল্ড এইডসের থিম সংসহ বেশকিছু আলোচিত গানের সঙ্গীত পরিচালনা করেন তিনি। তার ছোট বেলা থেকেই ছিল গানের প্রতি অপার ভাললাগা। তার খুব ছোট বেলা থেকেই গিটারের প্রতি বিশেষ ভাললাগা কাজ করত। সজীব দাশ বলেন, শ্রোতাদের কথা মাথায় রেখে ভাল নিরীক্ষাধর্মী গান করতে চাই। বাংলাদেশের গান যেন দেশের বাইরেও অনেক জনপ্রিয় হয় আমি সে লক্ষ্যে কাজ করতে চাই। সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই।
×