ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঞ্জাব-মুম্বাই, রাজস্থান-দিল্লী ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২৯, ৩ মে ২০১৫

পাঞ্জাব-মুম্বাই, রাজস্থান-দিল্লী ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রয়েছে দুটি খেলা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স। অপর ম্যাচে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ দিল্লী ডেয়ারডেভিলস। রাজস্থান-দিল্লী ম্যাচ ঘিরে থাকবে বাড়তি আকর্ষণ। কারণ ১০ খেলায় ৫ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেন ওয়াটসনের দল। ৮ খেলায় ৪ জয়ে জেপি ডুমিনির দিল্লী চতুর্থ স্থানে। অন্যদিকে অর্ধপথেই টুর্নামেন্ট প্রায় শেষ অপর ম্যাচের দুই দল পাঞ্জাব-মুম্বাইয়ের! ৮ খেলায় ৬ হারে তলানিতে জর্জ বেইলির পাঞ্জাব, সমান ম্যাচে ৫ হারে তার ওপরে রোহিত শর্মার মুম্বাই। গ্রেট রাহুল দ্রাবিড়ের পরিচর্যায় (মেন্টর) শুরু থেকেই ভাল ক্রিকেট খেলছে রাজস্থান। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শেন ওয়াটসন। সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অপর অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ, জেমস ফকনাররা। আছেন টিম সাউদি, ক্রিস মরিসের মতো বিদেশী। স্থানীয়দের মধ্যে দুরন্ত ক্রিকেট খেলছে অজিঙ্কা রাহানে, বিনয় কুমার, প্রজ্ঞান ওঝারা। নিজেদের প্রথম ম্যাচেই পাঞ্জাবকে ২৬ রানে বড় ব্যবধানে হারিয়ে শুরু। মাঝে মুম্বাইকে ৭ উইকেটে উড়িয়ে দেয়া, এমনকি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকেও ৮ উইকেটে হারের লজ্জায় ডোবায় ওয়াটসন-স্মিথরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর চেন্নাই সুপার কিংসের কাছে ১ রানের হারে শুরু দিল্লীর! রাজস্থানের কাছে ৩ উইকেটে হারের পর আবার পাঞ্জাবকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় তারা! শেষ ম্যাচেও পাঞ্জাবের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে মায়াঙ্ক আগারওয়াল-যুবরাজ সিংদের। ব্যাটিংয়ে দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ্য রাখেন শ্রেয়াস ইয়ার, মনোজ তিওয়ারি। বোলিংয়ে ইমরান তাহিরের সঙ্গে আছেন অমিত মিশ্র। খেলাটি যেহেতু টি২০, তাই তলানিতে থাকা অপর দুই দলের মধ্যকার ম্যাচও জমে উঠতে পারে। যেখানে তারকাদ্যুতিতে কিছুটা হলেও এগিয়ে মুম্বাই। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই শিবির আছেনÑ লাসিথ মালিঙ্গা, কাইরেন পোলার্ড, কোরি এ্যান্ডারসন, জস হ্যাজলউডের মতো বিদেশী। স্থানীয়দের মধ্যে আমবাতি রাইডু, হরভজন সিংরাও দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ্য রাখেন। যদিও আগের ম্যাচেই রাজস্থানের কাছে ৮ উইকেটে হারে মনোবলে ঘাটতি থাকবে। প্রতিপক্ষ পাঞ্জাবও শেষ ম্যাচে দিল্লীর কাছে ৯ উইকেটে লজ্জায় ডোবে। বেইলির দলটি গত আসরে আলোড়ন তুলেছিল। আছেন মিচেল জনসন, ডেভিড মিলার, থিসারা পেরেরা, মিচেল জনসনের মতো ক্রিকেটার; স্থানীয়দের মধ্যে বিরেন্দর শেবাগ, ঋদ্ধিমান সাহা বড় নাম।
×