ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুরির শাস্তি...

প্রকাশিত: ০৫:৩২, ৩ মে ২০১৫

চুরির শাস্তি...

চুরি করে ধরা পড়লে চোরের কি আর নিস্তার আছে? না, নেই। মনের ঝাল মিটিয়ে পেটানো না গেলে মনে অতৃপ্তি থেকেই যায়। কিন্তু চুরির শাস্তি যদি কলা খাওয়ানো হয় তাহলে অবাক হতেই হয়। একটি দুটি নয়, একেবারে ষাটটি কলা। আসলে শাস্তির জন্য নয়, স্বর্ণের চেন বের করার জন্যই চোরটিকে এত্তগুলো কলা খাওয়ানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। চোরের নাম অনিল যাদব। সে সুযোগ বুঝে রাজশ্রী মায়াকর নামের এক মহিলার স্বর্ণের চেইনটি টান দিয়ে পেটে পুরে ফেলে। ২৫ গ্রাম ওজনের চেনটির দাম ৬৬০ পাউন্ড। চেইনটি গলাধকরণ করে পগারপার হতে পারেনি যাদব। হাতেনাতে ধরা খায় পুলিশের কাছে। পুলিশ যাদবকে নিয়ে যায় ডাক্তারের কাছে। এক্সরে করে ডাক্তাররা যাদবের পেটে চেইনটি দেখতে পেলে পুলিশের সরবরাহ করা ষাটটি কলা তাকে খাওয়ানো হয়। যাদবের পরিবারের লোকেরাও হাসপাতালে এসে তাকে কলা খাওয়ায়। অবশেষে চেনটি উদ্ধার করা গেলেও রাজশ্রী বলছেন, তিনি কখনই এটা ব্যবহার করবেন না। এটিকে ভাঙিয়ে তিনি অন্য অলঙ্কার তৈরি করবেন। সে যাই হোক, যাদবের কিন্তু বেশ একটা শিক্ষা হয়ে গেল। কলা খাওয়া যে কতটা কষ্টের তা সে হাড়ে হাড়ে টের পেয়েছে। সূত্র : ডেইলি মেইল
×