ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্যাটু থাকলে কাজ করবে না

প্রকাশিত: ০৪:২৭, ৩ মে ২০১৫

ট্যাটু থাকলে কাজ করবে না

হাতের কবজিতে ট্যাটু থাকলে কাজ করবে না এ্যাপেলের রিস্ট ওয়াচের হার্ট মনিটারিং যন্ত্র। কারণ ঘড়ির অক্সিমিটার থেকে বের হওয়া ইনফ্রারেড এবং সুবজ এলইডি আলো অক্সিজেনের মাত্রা হিসাব করে। এক্ষেত্রে হাতে ট্যাটু থাকলে সেই আলো বাধা পাবে। ফলে ব্যাহত হবে পুরো প্রক্রিয়া। দাবি বিশেষজ্ঞদের। -জি নিউজ ডাইনোসর যুগেও... ১০ কোটি বছর আগে পৃথিবীতে যখন ডাইনোসররা দাপিয়ে বেড়াত তখন আরও একটি প্রাণীর অস্তিত্ব ছিল, সেটি শিকারী তেলাপোকা। মিয়ানমারের এক খনিতে বিজ্ঞানীরা এমনই এক তেলাপোকার ফসিলের খোঁজ পেয়েছেন। শ্লোভাকিয়ার বিজ্ঞানী পিটার ভিসানস্কি এবং জার্মান বিজ্ঞানী গুন্টার বেচলে এক পরীক্ষার পর জানান, ওই সময়কার তেলাপোকাগুলোর ঘাড় আরও লম্বা ছিল। এটি সহজেই মাথা ঘুরাতে পারত। এটির পা ছিল অনেক লম্বা। ওই সময় তেলাপোকার অনেক প্রজাতি ছিল। এখন মাত্র এটির একটি প্রজাতি টিকে আছে। নিউ সায়েন্টিস্ট।
×