ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেইমারকে ‘বাঁদর’ সম্বোধন

প্রকাশিত: ০৬:৩০, ৩০ এপ্রিল ২০১৫

নেইমারকে ‘বাঁদর’ সম্বোধন

স্পোর্টস রিপোর্টার ॥ এস্পানিওলের সমর্থকরা বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং দানি আলভেজকে ‘বাঁদর’ বলে সম্বোধন করেছে। আর তাই স্পেনের প্রফেশনাল ফুটবল লীগ (এলএফপি) কর্তৃপক্ষ এস্পানিওলের নিন্দায় মুখর। শুধু নেইমার-আলভেজকেই নয় গত শনিবার এস্পানিওলের সমর্থকরা লিওনেল মেসিকে উদ্দেশ করেও অপমানমূলক কথা বলেছে। এলএফপি জানায়, ক্রীড়াক্ষেত্রে বর্ণবাদ ও বিদেশীদের ঘৃনা প্রদর্শন প্রতিরোধে কাজ করা স্পেনের সরকারের একটি কমিশনের কাছে ক্লাবটির বিরুদ্ধে অভিযোগ করা হবে। ২-০ ব্যবধানে জয়ী সেই ম্যাচে অপমানিত হতে হয়েছে জেরার্ড পিকেকেও। বার্সিলোনার ডিফেন্ডারকে তার স্ত্রী শাকিরা এবং ছেলেকে নিয়ে কথা শোনায় প্রতিপক্ষের সমর্থকরা। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সময় বার্সিলোনার আরেক ডিফেন্ডার জর্ডি আলবাকেও অপমান করে তারা। তবে এই আচরণের জন্য এস্পানিওলকে ১০ হাজার ইউরোর বেশি জরিমানা গুনতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টুপিড ইব্রা স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯৪ সালের পর থেকে কোন শিরোপা জিততে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেই শিরোপা-খরা ঘুচাতেই ২০১২ সালে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এসি মিলান থেকে জ¬াতান ইব্রাহিমোভিচকে কিনে নেয় ফরাসী ক্লাবটি। এরপরই বদলে যায় সব দৃশ্যপট। দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন ইব্রা। প্রায় দুই দশক শিরোপাবঞ্চিত দলটিকেই টানা দ্বিতীয় লীগ শিরোপা উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকলেও বর্তমান সময়টা ভাল যাচ্ছে না সাবেক এই বার্সা তারকার। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি। তাই সুইডিশ এই স্ট্রাইকারকে স্টুপিড বলে মন্তব্য করেছেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিয়ান-পাউল বারট্র্যান্ড, ‘আমি ইব্রাকে পছন্দ করি না। সে একজন মাথা মোটা ফুটবলার। কিন্তু সমস্যা হলো মানুষ তাকে বুদ্ধিমান খেলোয়াড় মনে করে। পিএসজি যদি ভাল করতে চায় তাহলে তাকে বিক্রি করে দেয়া উচিত। কেননা সেই এই ক্লাবের জন্য সমস্যা। প্রকৃতপক্ষে সে একজন স্টুপিড ফুটবলার।’
×