ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল

প্রকাশিত: ০৬:২৪, ২৯ এপ্রিল ২০১৫

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আজ সেই ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এ দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায়। এতে ল-ভ- হয়ে যায় অসংখ্য ঘরবাড়ি, মারা যায় প্রায় লক্ষ মানুষ। বিরান জনপদে পরিণত হয় চট্টগ্রাম জেলার বাঁশখালী, আনোয়ারা, সীতাকু-, মীরসরাই, সন্দ্বীপ, কক্সবাজারের পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালীসহ বিরাট এলাকা। বেড়িবাঁধ উপচে আসা সাগরের লোনা পানিতে প্লাবিত হয় আবাস। বৃহত্তর চট্টগ্রামের মানুষ এ দিনটির কথা স্মরণ করতে এখনও শিউরে উঠে। ১৯৯১ সালের এ ভয়াল রাতের ঘূর্ণিঝড়টি ছিল সাংঘাতিক রকমের প্রলয়ঙ্করী। প্রায় ২৫ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। এতে করে লাশের মিছিল নেমেছিল সর্বত্র। ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল শিল্প কারখানা ও বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার। চট্টগ্রামবাসী দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করে। প্রতিবারের মত এবারও বিভিন্ন সামাজিক সংগঠন এ উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভার মাধ্যমে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ, দোয়া মাহফিলসহ নানা আনুষ্ঠানিকতা।
×