ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে বিজিবির তল্লাশি, দশ লাখ টাকার মালামাল খোয়া

প্রকাশিত: ০৪:২৯, ২৯ এপ্রিল ২০১৫

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে বিজিবির তল্লাশি, দশ লাখ টাকার মালামাল খোয়া

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বেলা ২টা ৩৪ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে বিরতি দেয়ার পর সদস্যরা ট্রেনে তল্লাশি শুরু করে। প্রায় ২০ মিনিট তল্লাশি করে তারা যাত্রীদের ১০ লাখ টাকার মালামাল ভর্তি ১৮/২০টি ব্যাগ কোন পরীক্ষা-নিরীক্ষা ও জব্দ তালিকা ছাড়াই জনতার তোপের মুখে তিন রাউন্ড গুলি ছুড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তল্লাশির কারণে ১৫ মিনিট বিলম্বে ২টা ৫৯মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ঈশ্বরদী জিআরপি থানার পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে কর্মচারী, ট্রেন যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের দেয়া সূত্রে এসব জানা গেছে। সূত্রমতে, ট্রেনটি পানি নেয়ার জন্য ঈশ্বরদী জংশন স্টেশনে বিরতি দেয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা কোচের দরজা খুলে দেয়। এ সুযোগে প্লাটফর্মে অবস্থানরত বিজিবি সদস্যরা প্রথম শ্রেণীর কোচ থেকে শুরু করে বিভিন্ন কোচে তল্লাশি করে যাত্রীদের ব্যাগ বের করে বিজিবির গাড়িতে ওঠাতে থাকে। এ সময় স্থানীয় জনতা বিজিবির ওপর ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা করলে তারা তিন রাউন্ড ফাঁকা গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা ট্রেনটি ছাড়তে বাধার সৃষ্টি করে। কোচ ডি-১/৬ আসনের ঢাকাগামী যাত্রী আলাল, শওকত খান, মানিক, কলকাতার বাসিন্দা মেনোতারাসহ অন্য যাত্রীরা অভিযোগ করেন, আমাদের ব্যবহার করার জন্য কেনা কাপড়, কসমেটিক ও ভিডিও ক্যামেরাসহ মালামাল বিজিবির সদস্যরা যাচাই-বাছাই ছাড়াই জোর করে নামিয়ে নেয়। দাউদকান্দি উপজেলা আ’লীগ কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৮ এপ্রিল ॥ দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীরা বিব্রত। গত সোমবার কুমিল্লা উত্তর জেলা শাখার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকার ২২ এপ্রিল তারিখে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস ছালামের নাম ঘোষণা করে। সোমবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ব্যস্ত থাকায় নির্বাচনের পরে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে। আব্দুল আউয়াল সরকারের একক সিদ্ধান্তটি ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক।
×