ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাবি বাস্তবায়নের আশ্বাসে ছাত্রলীগের আন্দোলন স্থগিত

প্রকাশিত: ০৪:২৪, ২৯ এপ্রিল ২০১৫

দাবি বাস্তবায়নের আশ্বাসে ছাত্রলীগের আন্দোলন স্থগিত

রাবি সংবাদদাতা ॥ দাবি বাস্তবায়নের আশ্বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭ দফা দাবিতে ছাত্রলীগের চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপাচার্যের সঙ্গে একান্ত বৈঠক শেষে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, উপাচার্যের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ৭টি দাবিই যৌক্তিক বলে ধরে নিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। যার ফলে আমরা আমাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগানো, পরিবহন ব্যবস্থা উন্নতিকরণসহ ছাত্রলীগের সব দাবিই বিবেচনার যোগ্য। তারা ফলিত গণিত বিভাগে যে অনিয়মের কথা বলেছে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ম মেনে খতিয়ে দেখা হবে। এ ছাড়াও একজন শিক্ষার্থীর চার বছরের শিক্ষাজীবনে একটি কোর্সে ৫ নম্বর গ্রেস প্রদানের বিষয়টিও ডিনদের সঙ্গে আলোচনা করা হবে। তাছাড়াও ২ ফেব্রুয়ারির ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগের কোন নেতাকর্মীর নামে মামলা হয়ে থাকলে আমরা সেই কাগজপত্রগুলো দেখব বলে তাদের জানিয়েছি। তবে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা তাদের কাছে সময় চেয়েছি। ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। উপাচার্যের সঙ্গে বৈঠককালে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম রুবেল। প্রসঙ্গত, গত ১৫ ও ১৬ এপ্রিল সাংসদ ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন লাঞ্ছিত হওয়ার পরদিন থেকে ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
×