ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহী চিড়িয়াখানা থেকে অজগর উধাও

প্রকাশিত: ০৪:২২, ২৯ এপ্রিল ২০১৫

রাজশাহী চিড়িয়াখানা থেকে অজগর উধাও

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার খাঁচা থেকে উধাও হওয়া একটি অজগর নিয়ে বিপাকে পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত চারদিন ধরে খুঁজেও তার হদিস মেলেনি। এ নিয়ে একদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তোড়জোড় অন্যদিকে সাপ খাঁচার বাইরে চলে যাওয়ার খবরে আতঙ্কিত রয়েছেন দর্শনার্থীরা। জানা গেছে, গত শুক্রবার যে কোনো সময় খাঁচা থেকে অজগরটি উধাও হয়ে গেছে। এরপর থেকে গোপনে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহবুবুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, হারিয়ে যাওয়া অজগর সাপটি খুঁজে পেতে উদ্যানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা রীতিমতো গলদঘর্ম। চিড়িয়াখানা সংশ্লিষ্ট ড্রেন, গর্ত, পুকুর ও ঝোপঝাড়ে অজগরটি খোঁজা হচ্ছে। শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে অজগরটি খোঁজার জন্য। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত সাপটি পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে সাপের খাঁচা পরিষ্কারের সময় টের পাওয়া যায় অজগর সাপটি খাঁচায় নেই। ঘটনাটি তখন থেকেই গোপন রাখে কর্তৃপক্ষ। পরে ওইদিন থেকেই পুরো চিড়িয়াখানায় অজগরটির সন্ধানে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। ধীরে ধীরে এ খবর ছড়িয়ে পড়লে দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিড়িয়াখানা থেকে চলে যান। দেখা গেছে, অজগরের খাঁচাটির অবস্থা একবারেই জরাজীর্ণ। খাঁচার নেটের কয়েকটি ফুটো রয়েছে। অজগরটি উধাও হওয়ার পর ইট-বালু-সিমেন্ট দিয়ে কিছুটা ঢেকে দেয়া হয়েছে খাঁচাটি। শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার আবদুল খালেক স্বপন জানান, প্রায় দেড়মাস আগে নওগাঁর ধামইরহাটের আলতাদীঘি বনে ধরা পড়ে এ অজগরটি। পরে বনবিভাগ তাদের কাছে হস্তান্তর করে। এর আগেও গত সপ্তাহে তিনবার অজগরটি খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল। পরে খোঁজাখুঁজি করে চিড়িয়াখানার মধ্যেই পাওয়া যায়। কর্তৃপক্ষের দাবি অজগরটি চিড়িয়াখানার মধ্যেই রয়েছে।
×