ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৪, ২৭ এপ্রিল ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

বিষয়: ব্যবসায় উদ্যোগ (পূর্ব প্রকাশের পর) ৫। সুুমনের মুদির দোকান স্থাপনকে কী বলে? ক) ব্যবসায় খ) ব্যবসায় উদ্যোগ গ) ব্যবসায় উদ্যোক্তা ঘ) শিল্প স্থাপন ৬। সুমনের মুদির দোকান স্থাপনের জন্যে সম্পাদিত কার্যাবলি হলোÑ র) ধারণা চিহ্নিতকরণ রর) মূলধনের যোগান ররর) পরামর্শ গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ)র,রর ও ররর ৭। জনাব সুমন মুদির দোকানি থেকে ঘত গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করছে- র) দৃঢ় মনোবল রর) কঠোর পরিশ্রম ররর) উচ্চ পর্যায়ে যোগাযোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ৮। ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তার সাথে শব্দ দুটির একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন? ক) আংশিক জড়িত খ) পরিপূরক গ) অঙ্গাঙ্গিকভাবে জড়িত ঘ) সম্পর্কহীন ৯। বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হলোÑ র) সুষ্ঠু পরিকল্পনার অভাব রর) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা ররর) রাজনৈতিক অস্থিরতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ১০। একটি দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কোনটি? ক) সেবাখাত খ) কৃষিখাত গ) শিল্পখাত ঘ) বাণিজ্যখাত ১১। নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়? ক) আত্মবিশ্বাস খ) উদ্ভাবনী ক্ষমতা গ) পুঁজি সংগ্রহের দক্ষতা ঘ) ঝুঁকি এড়ানোর মানসিকতা ১২। বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা হলেন- ক) জহুরুল ইসলাম খ) কাজী নজরুল ইসলাম গ)জয়নুল আবেদীন ঘ) আবদুল্লা আবু সায়ীদ ১৩। ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়- র) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে রর) গণমাধ্যমে ব্যাপক প্রচার- প্রচারণার মাধ্যমে ররর) এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে। নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ১৪। বাংলাদেশের স্বনামধন্য উদ্যোক্তা হলেন- ক) কনোকে ম্যাটসুমিটা খ) হেনরি ফোর্ড গ) রতন টাটা ঘ) স্যামসন এইচ চৌধুরী ১৫। একজন সফল উদ্যোক্তা সর্বদা- র) ঝুঁকি আগে নিরূপণ করে রর)ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করে ররর) মাত্রাতিরিক্ত ঝুঁকি গ্রহণ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ)র,রর ও ররর উত্তরমালা : ১.গ ২.গ ৩.খ ৪.ক ৫.খ ৬.খ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.ক
×