ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাভেজ্জির হ্যাটট্রিকে শীর্ষে পিএসজি

প্রকাশিত: ০৬:২৪, ২৭ এপ্রিল ২০১৫

লাভেজ্জির হ্যাটট্রিকে শীর্ষে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ স্বরূপে ফিরল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার আর্জেন্টাইন স্ট্রাইকার ইজাকুয়েল লাভেজ্জির হ্যাটট্রিকে তারা ৬-১ গোলে রীতিমতো উড়িয়েই দেয় লিলিকে। সেই সঙ্গে ফরাসী লীগের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে পিএসজি। নিজেদের মাঠে শনিবার পিএসজির দুটি গোল করেন এডিসন কাভানি। এছাড়া বাকি গোলটি আসে মাক্সওয়েলের পা থেকে। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাক্সওয়েলের গোলে এগিয়ে যায় পিএসজি। তারপরও দুর্দান্ত খেলে স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিসন কাভানি। আর ২৮ ও ৪৩তম মিনিটে দুই গোল করেন লাভেজ্জি। যার ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। ৫৯তম মিনিটে মন্টেনেগ্রোর ডিফেন্ডার মার্কো বাসা লিলির একমাত্র গোলটি করেন। কিন্তু ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন কাভানি। তার ৪ মিনিট পর লাভেজ্জি হ্যাটট্রিক পূর্ণ করলে শেষপর্যন্ত পিএসজির স্কোরলাইন হয় ৬-১। এই জয়ের ফলে শীর্ষে ফেরা পিএসজির পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৮। সমানসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক লিওর পয়েন্ট ৬৫। ইতালিয়ান সিরি এ লীগে তৃতীয় স্থানে থাকা এএস রোমাকে হারিয়ে ইউরোপা লীগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ইন্টার মিলান। এদিন নিজেদের মাঠে রোমার বিপক্ষে ইন্টারের জয়টি ২-১ গোলের। শেষ মুহূর্তে মাউরো ইকার্দির গোলই জয়ের আনন্দে ভাসায় ইন্টারকে। প্রথমার্ধে ব্রাজিলের মিডফিল্ডার হের্নানেসের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে রোমা। তবে ৮৮তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড ইকার্দির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ের ফলে সপ্তম স্থানে উঠে এসেছে ইন্টার। ৩২ ম্যাচে ৪৫ পয়েন্ট তাদের। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাজিও। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রোমা। ইতালির সিরি এ লীগে শীর্ষ দুই দল সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে খেলবে। তৃতীয় স্থানে থেকে লীগ শেষ করা দলটি খেলবে চ্যাম্পিয়ন্স লীগের প্লে-অফে। চতুর্থ স্থানে থেকে লীগ শেষ করা দল সরাসরি ইউরোপা লীগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। আর পঞ্চম স্থানে থাকা দল খেলবে ইউরোপা লীগের তৃতীয় কোয়ালিফাইং পর্বে। বর্তমানে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সিরি এ’র পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে নেপোলি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এরপরই সাম্পদোরিয়ার অবস্থান। ষষ্ঠ স্থানে থাকা ফিওরেন্তিনার পয়েন্ট ৩১ ম্যাচে ৩৯। শনিবার সিরি এ’র অন্য ম্যাচে নিজেদের মাঠে এসি মিলানকে ২-১ গোলে হারায় উদিনেস। আগামী মৌসুমে এই দুই দলের চ্যাম্পিয়ন্স লীগ বা ইউরোপা লীগে খেলার আশা নেই বললেই চলে। ৩২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মিলান। আর সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে উদিনেস।
×