ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে মনজুর আলমের নির্বাচনী বহরে হামলা ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:১১, ২৭ এপ্রিল ২০১৫

চট্টগ্রামে মনজুর আলমের নির্বাচনী বহরে হামলা ॥  আহত ১০

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি নির্বাচন প্রচারের শেষদিনে রবিবার চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মনজুর সমর্থিত ১০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় ৮ জনকে আটক করেছে। দুপুরে মনজুর আলম তার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক এলাকায় গণসংযোগে গিয়েছিলেন। রুবি গেট এলাকায় আকস্মিকভাবে মনজুর বহরের পেছনে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে আক্রমণ চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাস ভবনে জরুরী প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেন মেয়র প্রার্থী এম মনজুর আলম। মনজুর আলম বলেন, রবিবার প্রচারের শেষদিন। তার কিছু এলাকায় প্রচার বাকি ছিল। তাই ষোলশহর দুই নম্বর গেট থেকে তিনি গণসংযোগ শুরু করেন। তার মতে, শান্তিপূর্ণভাবে রহমতনগর, কসমো পলিটন, রুবি গেট এলাকায় গণসংযোগ করে পলিটেকনিক এলাকায় অতিক্রমকালে ৩০-৪০ জনের একটি দল তার বহরে হামলা করে। কয়েকজন আহত হয়েছে বলে দাবি করে তার ব্যক্তিগত ভিডিও ক্যামেরাও ভাংচুর হয়েছে বলে জানান। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সন্ত্রাসী কর্মকা- পরিহার করে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ এ হামলা করেছে। এদিকে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে মনজুর আলম ও নোমানের এ দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। নির্বাচনের একেবারে প্রাক্কালে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত বলে নগর ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, যে ঘটনাটি ঘটেছে মনজুর আলমের নেতাকর্মী ও সমর্থকদের অভ্যন্তরীণ কোন্দলের জের। এজন্য তারা নিজেরাই দায়ী।
×