ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:০৯, ২৭ এপ্রিল ২০১৫

গ্যাসের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ জেলার সিএনজি পাম্পগুলো থেকে স্থানীয় মাইক্রো ও কারচালক সমিতির গাড়িগুলোতে সঠিকভাবে গ্যাস না দেয়ার প্রতিবাদে এবং নিয়মিত গ্যাসের দাবিতে রবিবার সকালে মাইক্রো ও কারচালক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিস যানবাহন দিয়ে ঘেরাও করা হয়। চালকরা ত্রিশ মিনিট উপজেলা পরিষদ কমপ্লেক্সের রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখে। এ সময় শতাধিক চালক উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ভিড় করে তাদের দাবি ও সমস্যার বিষয় উপস্থাপন করেন। সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজ্জাল আহমেদ, অভিযোগ করে বলেন, দাশুড়িয়ায় অবস্থিত আকিজ গ্রুপের সিএনজি গ্যাস পাম্প, এ্যানি ফিলিং স্টেশন ও এমআরএস গ্যাস পাম্পে অনিয়মতান্ত্রিকভাবে স্থানীয় যানবাহনে গ্যাস দেয়া হয়। রাতের অন্ধকারে তারা বেশি দামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গ্যাস বিক্রি করছে। এমনকি ওই সব স্টেশন থেকে ঈশ্বরদীর বাইরেও সিলিন্ডারের মাধ্যমে গ্যাস পাচার করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম চালকদের অভিযোগের বিষয়গুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে সমাধানের আশ্বাস দেন।
×