ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে দৌলতপুরে পিতা পুত্র, ভালুকায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:০৮, ২৭ এপ্রিল ২০১৫

বিদ্যুতস্পৃষ্ট হয়ে  দৌলতপুরে পিতা পুত্র, ভালুকায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৬ এপ্রিল ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের নিয়ামত মালিথা (৪৮) ও তার ছেলে সোহান (৯) বাড়ির পার্শ্ববর্তী মাঠে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক পাম্প পাহারা দিতে যায়। এসময় অসাবধানবশত চলন্ত মটরপাম্পে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রথমে ছেলে সোহান মারা যায়। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে পিতা নিয়ামত মালিথাও মারা যান। রাতেই দৌলতপুর থানা পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে। নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ভালুকা উপজেলার মধ্যঝালপাজা গ্রামে রবিবার সকাল ১০ টায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার মধ্যঝালপাজা গ্রামের প্রাইভেট টিউটর তাইজ উদ্দিন আহমেদের টিনের ঘরে শনিবার রাতে পিডিবির তার ছিড়ে পড়ে ঘর বিদ্যুতায়িত অবস্থায় থাকে। ঘটনার সময় তাইজ উদ্দিনের শিশু ছেলে রানা ঘরের দরজা খুলতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
×