ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালীদের পাশে বিশ্ববাসী

প্রকাশিত: ০৬:০৫, ২৭ এপ্রিল ২০১৫

নেপালীদের পাশে বিশ্ববাসী

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যওয়া নেপালের দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক বিশ্ব। ভারত এরই মধ্যে তিন টন ত্রাণ ও ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীর একটি দল বহনকারী একটি সামরিক পরিবহন বিমান নেপালে পাঠিয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানান, আরও তিনটি বিমান সেখানে পাঠানো হবে। সেগুলোতে ভ্রাম্যমাণ হাসপাতাল ও জরুরী ত্রাণসামগ্রী থাকবে। খবর বিবিসি, এএফপি, এনডিটিভির। যুক্তরাষ্ট্র ভূমিকম্পে ল-ভ- নেপালে দুর্যোগ মোকাবেলা দল পাঠাচ্ছে। একইসঙ্গে দেশটি জরুরী প্রয়োজন মেটাতে কাঠমা-ুর জন্যে প্রাথমিকভাবে ১০ লাখ ডলার সাহায্য অনুমোদন করেছে। এছাড়া জরুরী সাহায্যের জন্য প্রাথমিকভাবে ১০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে। নেপাল কর্তৃপক্ষকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। এছাড়া ব্রিটেন ও ফ্রান্সও সহায়তার হাত বাড়িয়েছে।
×