ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ বিএসআরএমের লেনদেন শুরু

প্রকাশিত: ০৬:০৩, ২৭ এপ্রিল ২০১৫

আজ বিএসআরএমের লেনদেন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) লেনদেন শুরু হবে আজ সোমবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ইঝজগখঞউ. আর কোম্পানি কোড হবে ১৩২৩৮। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির স্ক্রিপ কোড হবে ইঝজগখঞউ. আর কোম্পানির স্ক্রিপ আইডি হবে ১৬০৩২। এদিকে লেন দেন শুরুর আগের দিন রবিবারে কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম স্টক একচেঞ্জের ওয়েবসাইটের তথ্যানুসারে তৃতীয় প্রান্তিকে বিএসআরএমের কর পরিশোধের পর মুনাফা করেছে ৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। আর কোম্পানিটির আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা এবং আইপিও পরবর্তী ইপিএস ০.৪৫ টাকা।
×