ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসআরএমের লেনদেন চলতি সপ্তাহে

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ এপ্রিল ২০১৫

বিএসআরএমের লেনদেন চলতি সপ্তাহে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুঁজিবাজারে তালিকাভুক্তির পাশাপাশি লেনদেন শুরু করতে যাচ্ছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই তালিকাভুক্তি ও লেনদেন শুরু করতে পারে বিএসআরএম। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে আইপিওতে বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাবে সিডিবিএলের মাধ্যমে জমা দিয়েছে কোম্পানিটি। এর আগে গত মার্চ আইপিও লটারির ড্র সম্পন্ন করে বিএসআরএম। জানা যায়, বিএসআরএমের আইপিওতে আবেদন গ্রহণ ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ ফেব্রুয়ারি। এসিআইয়ের সঙ্গে এসসি জনসনের চুক্তি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই গ্রুপের দুই কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এস. সি. জনসন এ্যান্ড সনের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ৫ বছর পণ্য উৎপাদন ও সরবরাহ করবে এসিআইয়ের কোম্পানি দুটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, এ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ও এসিআই ফরমুলেশনস পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। জানা গেছে, এই কোম্পানি দুটি ইনসেক্ট কন্ট্রোল, এয়ার কেয়ার এবং টয়লেট কেয়ার পণ্য উৎপাদন ও সরবরাহ করবে। এই পণ্যগুলোর মূল্য দাঁড়াবে ২৫০ কোটি ৫৪ লাখ টাকা। এসিআই লিমিটেড ১৯৭৬ সালে এবং এসিআই ফরমুলেশন ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×