ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্টুটগার্টের সেমিতে হ্যালেপ-কারবার

প্রকাশিত: ০৬:২৪, ২৬ এপ্রিল ২০১৫

স্টুটগার্টের সেমিতে হ্যালেপ-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ স্টুটগার্ট ওপেনের কোয়ার্টার ফাইনালে জয়ের দেখা পেয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এবং জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। শুক্রবার টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে দ্বিতীয় বাছাই সিমোনা হ্যালেপ ৬-৪ এবং ৬-৪ গেমে হারান ইতালির সারা ইরানিকে। চতুর্থ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজিনয়াকি ৬-০ এবং ৬-৩ গেমে পরাজিত করেন স্প্যানিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে। জার্মানির অবাছাই এ্যাঞ্জেলিক কারবার ৬-৩ ও ৬-২ গেমে হারান একাটেরিনা মাকারোভাকে। এছাড়া কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে আমেরিকার মেডিসন ব্রেঞ্জল ৩-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে। চলতি মৌসুমের শুরুটা মোটেই ভাল হয়নি এ্যাঞ্জেলিক কারবারের। তবে ক্রমেই যেন নিজেকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসছেন এই জার্মান তারকা। সম্প্রতি চার্লস্টন টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন কারবার। তবে বড় চমকটা দেন স্টুটগার্ট ওপেনেই। বৃহস্পতিবার শিরোপার অন্যতম দাবিদার মারিয়া শারাপোভাকে বিদায় করে। তার একদিন পরই আবার মাশার স্বদেশী একাটেরিনা মাকারোভাকে পরাজিত করেন তিনি। দুই দিনে টানা দুই জয়ের ফলে বিস্মিত কারবার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একরকম বাকরুদ্ধই। সেন্টার কোর্টে টানা দুই জয় পাওয়াটা আমার কাছে যেন ঠিক বিস্ময় কিছুই। আসলে এখন টেনিস কোর্টের প্রতিটি মুহূর্তই উপভোগ করছি আমি।’ সিমোনা হ্যালেপের সময়টাও দারুণ কাটছে। দুর্দান্ত ফর্মে থাকা ইতালির সারা ইরানিকে হারিয়ে এদিন টুর্নামেন্টের সেমির টিকিট নিশ্চিত করেন তিনি। শেষ চারের লড়াইয়ে এখন তার প্রতিপক্ষ ড্যানিশ টেনিসতারকা ক্যারোলিন ওজনিয়াকি। সাবেক নাম্বার ওয়ান তারকা ওজনিয়াকি কোয়ার্টার ফাইনালে স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর বিপক্ষে জয় তুলে নেন। আসলে দুর্ভাগ্যই বলতে হবে ওজনিয়াকির। মৌসুমের বেশিরভাগ সময়ই দুর্দান্ত খেলেও এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি। তবে বিচ্ছেদের পর তার প্রেমিক ররি ম্যাকলরয়ের সময়টা দারুণ কাটছে। কেননা সম্প্রতি নতুন বান্ধবী এরিকা স্টোলের সঙ্গে দেখা গেল গলফ তারকা ররি ম্যাকলরয়কে। নতুন বান্ধবীর সঙ্গে ম্যাকলরয়কে দেখা গিয়েছে নিউইয়র্কের এক রেস্তরাঁয়। এসময় সেখানে বসে থাকা অন্য লোকেরা ররিকে দেখেতে পেয়ে চিৎকার করে উঠেন। নতুন বান্ধবী এরিকার সঙ্গে ম্যাকলরয়ের পরিচয় হয়েছিল ২০১২ সালে, রাইডার কাপে। এরিকা নিজে যুক্ত আছেন গলফের ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে। তবে তাদের সম্পর্কটা এখনও প্রেমের কিনা, সে বিষয়ে কোন ধরনের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এক বছর আগে টেনিসতারকা ক্যারোলিন ওজনিয়াকির সঙ্গে ম্যাকলরয়ের ছাড়াছাড়ি হয়। এরপর থেকেই ররি ম্যাকলরয়ের সঙ্গে কোন যোগাযোগ নেই ক্যারোলিন ওজনিয়াকির। এদিকে বিশ্বের ৯ নাম্বার তারকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা আটবারের গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভাকে সাময়িক সময়ের জন্য নিজের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন। কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই রাদওয়ানস্কার দায়িত্ব ছেড়ে দিলেন নাভ্রাতিলোভা। রাদওয়ানস্কা গত ডিসেম্বরে নাভ্রাতিলোভাকে নিজের কোচ হিসেবে নিয়োগ করেছিলেন। ২০১২ উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই রাদওয়ানস্কার ঝুলিতে কোন শিরোপা নেই। যে কারণেই রাদওয়ানস্কা চেয়েছিলেন নাভ্রাতিলোভার হাত ধরে এগিয়ে যেতে। কিন্তু রাদওয়ানস্কার খারাপ ফর্ম অব্যাহত। গত সপ্তাহেই স্টুটগার্ট টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে বিদায় নেন পোল্যান্ডের এই টেনিসতারকা। একপ্রকার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ৫৮ বছর বয়সী নাভ্রাতিলোভা। বিদায় সম্পর্কে তিনি বলেন, ‘রাদওয়ানস্কার পার্টটাইম কোচের দায়িত্ব ছেড়ে দিলাম আমি। আমি মনে করি আমার আর ওর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত হবে।’ তবে রাদওয়ানস্কা নাভ্রাতিলোভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এই কয়েক মাস আমাকে সময় দেয়ার জন্য নাভ্রাতিলোভাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকল। কিন্তু মার্টিনা নিজেও এটা মানবে যে ও নিজের এক শ’ শতাংশটা দিতে পারেনি। আমার মনে হয়েছে যে, এভাবে দীর্ঘদিন চলতে পারবে না। তাই এ সিদ্ধান্ত নিলাম।’
×