ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিজেকে নারী দাবি করলেন জেনার!

প্রকাশিত: ০৬:২৩, ২৬ এপ্রিল ২০১৫

নিজেকে নারী দাবি করলেন জেনার!

স্পোর্টস রিপোর্টার ॥ এক সময়ের দুনিয়া কাঁপানো এ্যাথলেট ছিলেন। যতদিন ক্রীড়াজগতে বিচরণ করেছেন ততদিন পর্যন্ত তিনিই সর্বকালের সেরা এ্যাথলেট হিসেবে বিবেচিত ছিলেন। ডেকাথলনের বিস্ময় ব্রুস জেনার ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। সেই জেনার এখন ৬৫ বছর বয়সী। কিন্তু আলোচনার ঝড় তুললেন নিজেকে নিয়েই একটি মন্তব্য করে। একি বিস্ময়কর তথ্য দিলেন নিজের সম্পর্কে তিনি! মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি তারকা হয়ে ওঠা ব্রুস ঘোষণা দিলেন, ‘সব ধরনের গবেষণায় এবং কার্যকলাপে নিশ্চিত হয়েছে আমি একজন নারী!’ সম্প্রতিই এক-দুই ঘণ্টাব্যাপী দেয়া সাক্ষাতকারে টিভিতে তিনি এ দাবি করেন। লিঙ্গ পরিবর্তন হয়ে যাওয়া কিংবা কোন মানুষকে যে লিঙ্গের বলে বিবেচনা করা হয় তার বিপরীত আচরণ করেন তাঁদের অধিকার নিশ্চিতের এক প্রচারণায়ও এ ধরনের একটি দাবি করেছিলেন তিনি। সে সময় ৬৫ বছর বয়সী ব্রুস দাবি করেন যখন তাঁর বয়স মাত্র ৬ তখন থেকেই নিজের লিঙ্গের সঠিক পরিচয়ের সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে তাঁকে। এ বিষয়ে সাক্ষাতকারে ব্রুস বলেন, ‘আমি সবসময়ই আমার লিঙ্গ পরিচয় নিয়ে দোটানায় ভুগেছি। এখন এই বয়স পর্যন্ত পৌঁছানো পর্যন্ত প্রতিটা সময়ই আমি এ ধরনের অস্বস্তিতে ছিলাম। আমার মধ্যে সবধরনের পুরুষালী প্রত্যঙ্গ বিদ্যমান এবং সবধরণের মেয়েলী স্বভাবও। সে জন্য আমি বলব হ্যাঁ, সবধরনের আচরণ ও কার্যকলাপে আমি একজন মেয়ে!’ আগেই ব্রুস লিঙ্গান্তরিত হয়েছেন এমন ধরনের গুঞ্জনে তোলপাড় উঠেছিল। বিশেষ করে লস এ্যাঞ্জেলসের এক রাস্তায় ব্রুসের তোলা ছবি আলোচনার ঝড় তোলে। সেই ছবিতে পরিষ্কার কামানো মুখের ব্রুসের বেণী করে পিঠ অবধি রাখা চুল এবং টি-শার্টের নিচে মেয়েদের পড়া অন্তর্বাস দৃশ্যমান হয়েছে। ব্রুস এখন নিজেই দাবি করছেন তিনি নিজেকে নারী হিসেবে চিহ্নিত করেছেন। তবে সাক্ষাতকারের সময় তাঁকে একজন পুরুষ হিসেবেই সম্বোধন করে প্রশ্ন করা হয়েছে এবং সেটাতেই নাকি স্বস্তিবোধ করছিলেন ব্রুস। সাক্ষাতকারে তিনি লিঙ্গ পরিচয় এবং যৌনতার বিষয়ে হতাশা প্রকাশ করেন। ব্রুস বলেন, ‘আমি কোনভাবেই সমকামী নই। এখন পর্যন্ত নিজেকে বিপরীত লিঙ্গের প্রতিই আসক্তি তৈরি হয়েছে সবসময়। আমি সবসময়ই একজন নারীর সঙ্গে বাস করেছি এবং বাচ্চাদের বাবা হয়েছি।’ ব্যক্তিগত জীবনে ব্রুস তিন নারীকে বিয়ে করেছেন। তিনি ৬ সন্তানের জনকও। তবে এরপরও ৬৫ বছর বয়সে এসে ব্রুসের নিজেকে ‘নারী’ দাবি করাটা রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।
×