ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্সেনাল-চেলসি মুখোমুখি আজ

প্রকাশিত: ০৬:১৯, ২৬ এপ্রিল ২০১৫

আর্সেনাল-চেলসি মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) শিরোপা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে চেলসি। আর মাত্র দুই ম্যাচে জয় পেলেই শিরোপা জয়ের স্বাদ পাবে তারা। সেই লক্ষ্যেই ইপিএলে মাঠে নামছে জোশে মরিনহোর দল। প্রতিপক্ষ শক্তিশালী আর্সেনাল। চেলসির বিপক্ষে আর্সেনালের ইতিহাস খুবই বাজে। কেননা ব্লুজদের বিপক্ষে শেষ ১২ ম্যাচের একটিতেই জয় পায়নি আর্সেন ওয়েঙ্গারের দল। তবে নিজেদের মাটিতে আজ চেলসিকে রুখতে সর্বশক্তিই নিয়োগ করবে প্রিমিয়ার লীগের অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গার। তাছাড়া গানারদের সাম্প্রতিক পারফর্মেন্সও দুর্দান্ত। এদিকে চেলসিও তাদের সেরা সময় পার করছে। গত সপ্তাহেই প্রিমিয়ার লীগের সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে তারা। গত অক্টোবরে জোশে মরিনহোর দল ২-০ গোলে হারিয়েছিল আর্সেনালকে। এর আগে চেলসি ৬-০ গোলেও গানারদের পরাজয়ের লজ্জা উপহার দিয়েছিল। প্রিমিয়ার লীগের শিরোপা ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। আজ আর্সেনালকে হারালে এবং পরবর্তী ম্যাচে বুধবার যদি লিচেস্টার সিটির বিপক্ষে জয় পায় তাহলেই শিরোপা-জয়ের উচ্ছ্বাসে মাতবে জোশে মরিনহোর দল। কেননা ৩২ ম্যাচ শেষে শীর্ষে থাকা চেলসির সংগ্রহে ৭৬ পয়েন্ট, যা পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধান। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ৬৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। ইউনাইটেডের সমান ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের শুরু থেকেই নজরকাড়া পারফর্মেন্স উপহার দিয়েছে চেলসি। তাই শিরোপা জেতাটা তাদের এখন কেবলই সময়ের ব্যাপার। আর মৌসুমের শেষ মুহূর্তে এসে দারুণ রোমাঞ্চিত চেলসির ব্রাজিলিয়ান তারকা ফুটবলার অস্কার। এ বিষয়ে চেলসির তরুণ প্রতিভাবান এ ফুটবলার বলেন, ‘আশাকরি এবার আমরা চ্যাম্পিয়ন হতে পারব। এবার আমাদের দলটা তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া। দীর্ঘদিন আমরা একসঙ্গে খেলছি। তাই এবার আমাদের লীগ জয়ের সুযোগ রয়েছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘চলতি মৌসুমে আমরা শিরোপা জয়ের অনেক কাছাকাছি চলে এসেছি। কিছু বাধাও রয়েছে আমাদের সামনে। যদি এই বাধাগুলো অতিক্রম করতে পারি তাহলে আমাদের শিরোপা জেতাটা কেবলই সময়ের ব্যাপার।’ এদিকে বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে জানা যাচ্ছে যে, চলতি মৌসুমের শেষেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানাতে যাচ্ছেন গ্যারেথ বেল। ২০১৩ সালে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে রোনাল্ডোদের ক্লাবে যোগ দিয়েছিলেন ওয়েলসের এই তারকা ফুটবলার। গুঞ্জন রয়েছে এই মৌসুমের শেষেই তিনি ইপিএলে যোগ দিচ্ছেন। তাও আবার রিয়াল মাদ্রিদেরই সাবেক কোচ জোশে মরিনহোর চেলসির ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। আর চেলসিতে যোগ দেয়ার চিন্তাভাবনা শুধু গ্যারেথ বেলেরই নয়, বরং রাফায়েল ভারানেও রিয়াল ছাড়ছেন বলে প্রতিবেদনে প্রকাশ করেছে। গ্যারেথ বেল আর ভারানেকে জোশে মরিনহো নিতে চাইলেও এই দুই ফুটবলারকে ধরে রাখতে দ্য ব্লুজদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে রিয়ালে কার্লো আনচেলত্তির ভবিষ্যত নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ২০১৬ সালের জুন মাস পর্যন্ত স্প্যানিশ ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে সাবেক পিএসজির এই অভিজ্ঞ কোচের। কিন্তু তারপরও চলতি মৌসুমের শেষেই রিয়াল ছেড়ে দিতে যাচ্ছে বলে খবর। কার্লো আনচেলত্তি যদি সত্যিই রিয়ালকে বিদায় জানান তাহলে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে সিটির সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন রিয়াল কোচ। কারণ সিটির সময়টা ভাল যাচ্ছে না। তাই চলতি মৌসুম শেষেই সাবেক মালাগার কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির বিদায় ঘটতে পারে। আজ লীগে চেলসি-আর্সেনালের ম্যাচ ছাড়াও তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে এভারটনের।
×