ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০- সৌম্য-মুস্তাফিজুরের অভিষেক

প্রকাশিত: ০৬:০৯, ২৫ এপ্রিল ২০১৫

টি২০- সৌম্য-মুস্তাফিজুরের অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বাঁহাতি পেসারের সংখ্যা একেবারেই কম। আগে মাত্র ৮ বাঁহাতি পেসার খেলেছেন জাতীয় দলের হয়ে। তবে স্বীকৃত পেসার হিসেবে সৈয়দ রাসেল, বিকাশ রঞ্জন দাস, মঞ্জুরুল ইসলাম, গোলাম নওশের প্রিন্স ও আনিসুর রহমান বাংলাদেশের হয়ে খেলেছেন। দীর্ঘদিন পর আবার টাইগাররা আরেক বাঁহাতি পেসার হিসেবে পেয়েছে মুস্তাফিজুর রহমানকে। এছাড়া ১০ ওয়ানডে খেলা টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারও প্রথমবার সুযোগ পেয়েছেন টি২০ খেলার। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের এক টি২০ ম্যাচে এ দুই ক্রিকেটারের অভিষেক ঘটল। অভিষেকেই সবচেয়ে দামী উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর। ‘বুম বুম’ খ্যাত পাক অধিনায়ক শহীদ আফ্রিদিকে সাজঘরে ফিরিয়েছেন। এর আগে বাংলাদেশের হয়ে টি২০ খেলেছেন ৪৩ ক্রিকেটার। শুক্রবার ৪৪ ও ৪৫তম ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে যাত্রা শুরু করলেন দুই তরুণ সৌম্য ও মুস্তাফিজুর। ২২ বছর বয়সী সৌম্য গত বছর ১ ডিসেম্বর জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হওয়ার পর বিশ্বকাপে সব ম্যাচ খেলেছেন। এবার পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দুর্দান্ত খেলে শেষ করেছেন। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শতকও। তবে এর মধ্যে কোন টি২০ ক্রিকেট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। প্রথম সুযোগেই আক্রমণাত্মক মেজাজের সাতক্ষীরার এ ওপেনারকে অভিষেক করাল টাইগাররা। ১০ ওয়ানডে খেলে ১ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরি হাঁকিয়ে সৌম্য ৩৯.৮৮ গড়ে করেছেন ৩৫৯ রান। সৌম্যের আন্তর্জাতিক, প্রথমশ্রেণী এবং ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও মুস্তাফিজুরের সেটা নেই। ১৯ বছর বয়সী এ বাঁহাতি পেসার ৮ প্রথমশ্রেণীর ক্রিকেট এবং ৫ লিস্ট ‘এ’ ক্যাটাগোরির ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। সৌম্যের জেলা সাতক্ষীরা থেকেই উঠে এসেছেন মুস্তাফিজুর। প্রথমশ্রেণীর ক্রিকেট ২৩ আর লিস্ট এ ক্যারিয়ারে ১২ উইকেট শিকার করেছেন। মূলত বাংলাদেশ দলে বাঁহাতি পেসারের সঙ্কট থাকার কারণেই তাকে দলে সুযোগ করে দেয়া হয়েছে। দীর্ঘদিন পর আরেক বাঁহাতি পেসারকে দলে পেয়েছে বাংলাদেশ দল। ঘরোয়া আসরে অবশ্য মেধার কারণেই মুস্তাফিজুর ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেডে খেলার সুযোগ করে নিয়েছেন। বাংলাদেশ অনুর্ধ-১৯ দলেরও নিয়মিত সদস্য তিনি। যুবদলের হয়ে ১৪ ম্যাচ খেলে ২৮.২৩ গড়ে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। এবার জাতীয় লীগে খুলনা বিভাগের হয়ে খেলে আলো ছড়িয়েছেন এ তরুণ এবং সে কারণেই নজরে এসেছেন জাতীয় নির্বাচকদের। অবশেষে বেশ দ্রুতই স্বপ্নটাও পূরণ হলো তার। পাকিস্তানের বিরুদ্ধে টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করলেন মুস্তাফিজুর।
×