ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরানী বিমানের গতিরোধ করল সৌদি বিমান

প্রকাশিত: ০৪:৪৭, ২৫ এপ্রিল ২০১৫

ইরানী বিমানের  গতিরোধ করল  সৌদি বিমান

ইয়েমেনের জন্য পাঠানো তেহরানের একটি ত্রাণবাহী বিমানের গতিরোধ করেছে সৌদি বিমান। লেবাননের আল-মানার টেলিভিশন শুক্রবার এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়, চিকিৎসাসামগ্রী বহনকারী ইরানের ত্রাণ বিমানকে ইয়েমেনের আকাশসীমায় ঢুকতে দেয়নি সৌদি বিমানগুলো। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক আইন এবং মানবিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদি আরাকি জানিয়েছেন, ইয়েমেনে মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিচ্ছে না সৌদি আরব। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরব।এদিকে, সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য একটি চুক্তি করেছে ইরান-ইরাক। আধাস্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী আরবিলে এ চুক্তিতে সই করেছেন ইরানের সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজাই এবং তাঁর ইরাকী প্রতিপক্ষ মেজর জেনারেল আব্দুল করিম মুস্তাফা। ব্রিগেডিয়ার রেজাই বলেন, ইরাকের সঙ্গে ইরানের ১৬০০ কিলোমিটারের বেশি অভিন্ন সীমান্ত রয়েছে।
×