ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাইওয়ান সফরে যাচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টি নেতারা

প্রকাশিত: ০৪:৪৭, ২৫ এপ্রিল ২০১৫

তাইওয়ান সফরে যাচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টি নেতারা

চীনের কমিউনিস্ট পার্টির নেতারা আগামী মাসের গোড়ার দিকে তাইওয়ানের ক্ষমতাসীন কুওমিনটাং (কেএমটি) দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। এ দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সম্পর্কোন্নয়নের প্রেক্ষাপটে তারা এ বৈঠক করতে যাচ্ছেন। তাইওয়ান কমিউনিস্ট পাটির্র কেন্দ্রীয় কমিটি ওয়ার্ক অফিসের মুখপাত্র মা জিয়াওগুয়াংয়ের বরাত দিয়ে চীনের সরকারী বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মূলভূখ-ের কর্মকর্তারা তাইওয়ানের ক্ষমতাসীন দলের চেয়ারম্যান এরিখ চু’র সঙ্গে বৈঠক করবেন। তবে খবরে বৈঠকে অংশ নিতে যাওয়া চীনের কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়নি।সেখানে চু একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আর এই প্রতিনিধি দলটি আগামী সপ্তাহের রবিবার প্রথমে সাংহাইয়ে অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক ফোরামের একটি বৈঠকে অংশগ্রহণ করবে। পরে তারা বেজিং সফর করবে। এর আগে তাইওয়ানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল, চু আগামী ২ মে সাংহাইয়ে যাবেন এবং পরের দিন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। Ñএএফপি
×