ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লী-মুম্বাই ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ এপ্রিল ২০১৫

দিল্লী-মুম্বাই ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লী ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আসরে দু’দলের অবস্থাই ভাল নয়। বিশেষ করে শচীন টেন্ডুলকরের ছায়াধন্য মুম্বাই নিজেদের হারিয়ে খুঁজছে! পাঁচ ম্যাচে এক জয়ে আট দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রোহিত শর্মার দল। সমান খেলায় দুই জয়ে চতুর্থ স্থানে জেপি ডুমিনির নেতৃত্বাধীন দিল্লী। রেসে ফিরতে দু’দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও তারকা দ্যুতিতে ঢের এগিয়ে মুম্বাই। মেন্টর ও প্রধান পরামর্শক হিসেবে নেপথ্যে আছেন গ্রেট শচীন টেন্ডুলকর। রোহিত শর্মার ভা-ারে লাসিথ মালিঙ্গা, কোরি এ্যান্ডারসন, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, কাইরেন পোলার্ড ও লেন্ডল সিমন্সের মতো বিদেশী। তবে মুম্বাই ভক্তদের জন্য দুঃসংবাদ, ইনজুরিতে আসর শেষ হয়ে গেছে এ্যারন ফিঞ্চের। ১৪ তারিখ রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা চলাকালেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে অস্ট্রেলিয়ান এই হার্ডহিটার ব্যাটসম্যানকে। মেলবোর্নে তার অস্ত্রপচার হয়েছে। ডাক্তার জানিয়েছেন, ‘ফিঞ্চের সার্জারি সফল। কিন্তু খেলায় ফিরতে তাকে কম করে ১২ সপ্তাহ অপেক্ষা করতে হবে।’ ফিঞ্চের অনুপস্থিতিতে মুম্বাইর ওপেনিং পজিশনে শূন্যতার তৈরি হবে। স্থানীয়দের পারফর্মেন্সে ভর করে যদিও নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় (১৮ রানে) পায় মুম্বাই। চিন্মাস্বামীতে সেদিন ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৫৯ রানের দারুণ ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান লেন্ডল। ওপেনিংয়ে তার সঙ্গী পার্থিব প্যাটেল আউট হন ১২ রান করে। ২০৯ রানের বিশাল স্কোরের পথে বড় ভূমিকা ছিল স্থানীয় উন্মুক্ত চাঁদের (৩৭ বলে ৫৮) ভাল করেছেন অধিনায়ক রোহিতও (১৫ বলে ৪২)। যদিও প্রতিপক্ষকে ১৯১-এ আটকে রাখার পথে ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। বিপরীতে ডুমিনির দিল্লী কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ রানের জয় পায়। পাঞ্জাবের বিপক্ষে ১৬৫ রান চেজ করে জয়ের পথে সেদিন ব্যাট হাতে দুই লোকাল হিরো মায়াঙ্ক আগারওয়াল ও যুবরাজ সিং ছিলেন সত্যি দুরন্ত। ম্যাচের নায়ক আগারওয়াল ৪৮ বলে ৬৮ ও আইপিএলের চলতি আসরের সবচেয়ে দামী খেলোয়াড় যুবরাজ ৩৯ বলে করেন ৫৪ রান। ভাল বোলিং করেন ইমরান তাহির (৩/৪৩) ও জেপি ডুমিনি (২/১৬)। হায়দরাবাদের বিপক্ষে ৪ রানের নাটকীয় জয়ের রূপকার ছিলেন ডুমিনি। ৪১ বলে ৫৪ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়ে নায়ক বনে যান প্রোটিয়া তারকা। দিল্লীর হয়ে দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ্য রয়েছে শ্রেয়াস ইয়ার, এ্যাঞ্জেলো ম্যাথুস, মনোজ তিওয়ারি, অমিত মিশ্রদের। লাইনআপে জহির খান, কাল্টার-নাইল, এ্যালবি মরকেলের মতো ক্রিকেটার। সুতরাং সাড়ে তিন ঘণ্টার টি২০ যুদ্ধে জমবে লড়াই সেয়ানে সেয়ানে। যদিও প্রতিপক্ষ নিয়ে সতর্ক ডুমিনি। দিল্লী সেনাপতি বলেন, ‘মুম্বাই শক্তিধর দল। শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারানো তারই প্রমাণ। আমাদের সেরাটা দিতে হবে। যদিও আসরের বাকি ম্যাচগুলোতে এখনও তারা নিজেদের মতো জ্বলে উঠতে পারেনি। আমাদের সুযোগটা কাজে লাগাতে হবে।’ ব্যাডমিন্টন লীগ স্পোটর্স রিপোর্টার ॥ ‘হেলভেশিয়া প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ’ বুধবার ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় নিট কনর্সান কাওয়াসাকি বাংলাদেশ বিসিকে ৪-১ সেটে, গুলশান স্পোর্টিং ক্লাব আহবান ব্যাডমিন্টন ক্লাবকে ৪-১ সেটে, ঢাকা গ্লাডিয়েটর্স সূর্যতরুণ ক্লাবকে ৪-১ সেটে এবং মাহা স্পোর্টিং ক্লাব রকল্যান্ড ব্যাডমিন্টনকে ৫-০ সেটে হারিয়ে শুভসূচনা করে। লীগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন হেলভেশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এম হানিফুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় যুব হকি স্পোর্টস রিপোর্টার ॥ ‘অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা’য় বুধবারের খেলায় সিলেট জেলা ২-১ গোলে পটুয়াখালী জেলাকে, রংপুর বিভাগ ৮-৭ (৩-৩) গোলে টাইব্রেকারে নাটোরকে এবং ঢাকা জেলা ১৪-০ গোলে মানিকগঞ্জ জেলাকে হারায়।
×