ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবির পৃষ্ঠপোষকতায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু ২৯ এপ্রিল

প্রকাশিত: ০৫:৫৫, ২২ এপ্রিল ২০১৫

রবির পৃষ্ঠপোষকতায়  জাতীয় হাই স্কুল  প্রোগ্রামিং প্রতিযোগিতা  শুরু ২৯ এপ্রিল

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে। দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা শেষে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ৬ দলকে নির্বাচিত করা হবে; যারা বুয়েটে চূড়ান্ত পর্বে অংশে নেবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে, যাদের হাত ধরেই এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশ। রাজধানীতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবন মিলনায়তনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। ৬৪ জেলার ৪০০টি স্কুলে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্থানীয় জেলার খ্যাতিমান স্কুলে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায় শেষে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে দেশ জুড়ে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১০০ প্রতিযোগী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পাবেন। সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও রবির ব্র্যান্ড এ্যান্ড মার্কেট কমিউনিকেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশীদ। -বিজ্ঞপ্তি
×