ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জা আব্বাসের জামিন শুনানি পিছিয়ে ২৭ এপ্রিল

প্রকাশিত: ০৫:৫০, ২২ এপ্রিল ২০১৫

মির্জা আব্বাসের জামিন শুনানি পিছিয়ে ২৭ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলায় জামিন শুনানি পিছিয়ে আগামী ২৭ এপ্রিল পুনর্র্নির্ধারণ করেছে হাইকোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে, মন্দিরে হামলা এবং লুটপাটের ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। উচ্চ আদালতের রায় সত্ত্বেও রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের ব্যর্থতায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়াকে তলব করেছে হাইকোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন শিশু একাডেমির দখলে থাকা সুপ্রীমকোর্টের সম্পত্তি বুঝিয়ে না দেয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ও শিশু একাডেমির পরিচালক মোঃ মোশাররফ হোসেনকে তলব করেছে হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশগুলো প্রদান করেছে। অন্যদিকে আগাম জামিনের ওপর শর্তারোপ করে আপীল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানির জন্য আজ চেম্বার বিচারপতির আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) আসবে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলায় জামিন শুনানি পিছিয়ে আগামী ২৭ এপ্রিল পুনর্র্নির্ধারণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার মির্জা আব্বাসের আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ দিন পুনর্র্নির্ধারণ করেন। আদালতে শুনানি পেছাতে সময়ের আবেদন জানান মির্জা আব্বাসের আইনজীবী জয়নুল আবেদিন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
×