ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বীরশ্রেষ্ঠ রউফের শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা

প্রকাশিত: ০৪:২৯, ২১ এপ্রিল ২০১৫

ফরিদপুরে বীরশ্রেষ্ঠ  রউফের শাহাদাত বার্ষিকীতে  স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ এপ্রিল ॥ সোমবার ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে। সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় কোরানখানি। দুপুর দেড়টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। কামারখালী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর উপ-পরিচালক ক্যাপ্টেন দানিয়াল রাব্বী মধুখালীর সহকারী কমিশনার সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল হক, ফরিদপুর জিয়া স্কুলের সহকারী শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।
×