ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একযুগ পর চতুর্থ সমাবর্তন বুধবার

প্রকাশিত: ০৫:১৯, ২০ এপ্রিল ২০১৫

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একযুগ পর চতুর্থ সমাবর্তন  বুধবার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৯ এপ্রিল ॥ দীর্ঘ প্রায় একযুগ পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। আগামী বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। উন্মুক্ত এবং দূর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষাদানের জন্য দেশের একমাত্র এ বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার গ্র্যাজুয়েটপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সমাবর্তনে সনদ প্রদান করা হবে। এ উপলক্ষে রবিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএ মান্নান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক ড. এম ফজলে আলী, যুগ্মপরিচালক মোঃ আবুল কাসেম শিকদারসহ তথ্য ও গণসংযোগ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×