ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে দস্যুদের হামলায় তিন কর্মকর্তা আহত

প্রকাশিত: ০৫:১৯, ২০ এপ্রিল ২০১৫

সুন্দরবনে দস্যুদের  হামলায় তিন  কর্মকর্তা  আহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে পুষ্পকাটি বনবিভাগের টহল ফাঁড়িতে হামলা চালিয়েছে বনদসু্যু ইলিয়াছ ও জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। শনিবার গভীর রাতের হামলায় টহল ফাঁড়ির তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রবিবার দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেনÑ পুষ্পকাটি বন ফাঁড়ির বোটম্যান জাহাঙ্গীর হোসেন, বাবুর্চি রবিউল ইসলাম ও ট্রলারচালক শুকদেব। বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কেরামত আলী মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, বনদস্যু ইলিয়াছ ও জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা গহীন সুন্দরবনের পুষ্পকাটি বনবিভাগে শনিবার গভীর রাতে হামলা চালায়। এ সময় তারা পুষ্পকাটি বন ফাঁড়ির তিন সদস্যকে পিটিয়ে জখম করে। এ ফাঁড়িতে কোন অস্ত্র না থাকার সুযোগে বনদস্যুরা ওই ফাঁড়িতে হামলা চালায়।
×