ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিপিএমের সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি

প্রকাশিত: ০৪:৫৪, ২০ এপ্রিল ২০১৫

সিপিএমের সাধারণ  সম্পাদক হলেন  সীতারাম ইয়েচুরি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর নয়া সাধারণ সম্পাদক হিসেবে রবিবার সর্বসম্মতিক্রমে সীতারাম ইয়েচুরির নাম ঘোষণা করা হয়েছে। পার্টির বিদায়ী সাধারণ সম্পাদক প্রকাশ করাট এ পদের জন্য সীতারাম ইয়েচুরির নাম প্রস্তাব করেন। Ñখবর এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়ার। সিপিএমের ২১তম কংগ্রেসের শেষ দিনে বিশাখাপত্তনমে ইয়েচুরির নাম ঘোষণা করা হয়। এর ফলে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে চলেছেন ইয়েচুরি। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য ইয়েচুরির নেতৃত্বেই নতুন দিশা পেতে যাচ্ছে দল। গত কয়েক বছরের বাম অবক্ষয়কে সারিয়ে তুলে তিনি নতুনভাবে দলকে দিশা দেখাবেন এই ভাবনা থেকেই তাঁকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে পলিট ব্যুরোতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, মোহাম্মদ আমিন ও ভিএস অচ্যুতানন্দনকে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে চারজন প্রতিনিধি জায়গা পেয়েছেন। তাঁরা হলেন রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, মিনতি ঘোষ ও অঞ্জু কর। সিপিএমের সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি যদিও পার্টি কংগ্রেসের শেষ দিনের আগ পর্যন্ত সীতারাম বা অন্য কারও নাম নিয়ে কিছু বলেনি দল।
×