ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামলীলায় কৃষক সমাবেশে রাহুল

কৃষকের জমি দিয়েই শিল্পপতির ‘ঋণ’ শোধ করবেন মোদি

প্রকাশিত: ০৪:৫৩, ২০ এপ্রিল ২০১৫

কৃষকের জমি দিয়েই শিল্পপতির  ‘ঋণ’ শোধ করবেন মোদি

ভারতের কৃষক ও শ্রমিকরা আজ আতঙ্কিত। কারণ তারা মনে করছেন সরকার তাদের ভুলে গিয়েছে এবং শুধু ধনীদের জন্য কাজ করছে। রাজধানী নয়াদিল্লীর ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী রবিবার কৃষক সমাবেশে এ কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত জমি অধিগ্রহণ অধ্যাদেশের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রায় ৮০ হাজার কৃষকের উদ্দেশে দলের সভাপতি সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও বক্তব্য রাখেন। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির। প্রায় দুই মাস ছুটিতে থাকার পর রাহুলের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান ছিল শনিবার নিজ বাসভবনে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক। রবিবার রামলীলায় কংগ্রেসের ডাকা কৃষক সমাবেশের প্রধান আকর্ষণও তিনি। এদিন রাহুল তার ভাষণে বলেন, আমরা কৃষকদের জন্য লড়াই করব। আমরা ২০১২ সালে যে জমি বিল এনেছিলাম তার পরিবর্তন করায় কৃষকরা আতঙ্কিত। আজ কৃষকরা জানে না কাল তাদের সঙ্গে কি হবে এবং তাদের জমি থাকবে কি না। আজ তারা ভয়ের মধ্যে বাস করছে। আমরা যেভাবে পেরেছি সব সময় কৃষকদের জন্য কাজ করেছি। আমরা কৃষকদের ৭০ হাজার কোটি রুপী ঋণ মওকুফ করেছি। শিল্পপতিদের আগে দেশকে শক্তিশালী করেছে কৃষকরা। তারা পুরো দেশের খাবার যোগাচ্ছে। আমরা সব সময় গরিব ও দুর্বলদের জন্য কাজ করেছি এবং আমরা তাদের পক্ষে লড়াই চালিয়ে যাব। আমি আপনাদের পক্ষে লড়াই করব। রাহুল প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে বলেন, প্রধানমন্ত্রীর কৃষকদের সম্পর্কে ধারণা নেই। বিদেশে গিয়ে মোদি বলেছেন, তিনি ৫০ বছরের নোংরা পরিষ্কার করছেন। এই বক্তব্য জাতির সম্মানে আঘাত করে এবং এটি তাকে বা তার প্রধানমন্ত্রীত্বকে কোন সুবিধা দেবে না। নির্বাচনের সময় মোদি শিল্পপতিদের কাছ থেকে যে ঋণ নিয়েছিলেন তা এখন আপনাদের কাছ থেকে জমি নিয়ে শোধ করবে। গুজরাট মডেলে মোদি শিল্পপতিদের দেখিয়েছেন, তিনি সহজেই কৃষকদের কাছ থেকে জমি ছিনিয়ে নিতে পারেন। এর আগেও তারা আপনাদের জমি নিয়েছে, কিন্তু আপনাদের এর দাম দেয়নি। আমরা এই নীতি পরিবর্তন করেছি। আমরা কৃষকদের বাজার দরের চেয়ে চারগুণ বেশি দাম দিয়েছি। কেন্দ্রের জমি বিল শুধুই ধনীদের জন্য। মোদি সরকারকে আক্রমণ করে কংগ্রেস প্রধান সোনিয়া বলেছেন, বিজেপি কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অসময়ের বৃষ্টিতে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার জন্য মোদি সরকার কিছুই করেনি। আজ আমরা এখান থেকে মোদি সরকারকে কঠিন বার্তা দিতে চাই যে অনেক হয়েছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সমাবেশে কৃষকদের আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কংগ্রেস সব সময়ই কৃষকদের জন্য, কৃষকদের সঙ্গে কাজ করেছে। আগেই রাহুলের অনুপস্থিতিতে সরকারের জমি অধ্যাদেশের বিরুদ্ধে আগ্রাসী আন্দোলনে নামেন সোনিয়া। রাজ্যওয়াড়ি সফরও করেছেন তিনি। মোদি সরকার আদৌ কৃষক ও গরিবের প্রতি সহানুভূতিশীল কি না, সে বিষয়ে জোরদার প্রশ্ন তিনি তুলতে পেরেছেন।
×