ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অলিম্পিক এক্সেসরিজে আবেদন গ্রহণ শুরু আজ

প্রকাশিত: ০৬:৫৩, ১৯ এপ্রিল ২০১৫

অলিম্পিক এক্সেসরিজে আবেদন গ্রহণ শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ আদায়ে অনুমোদন পাওয়া অলিম্পিক এক্সেসরিজে আবেদন গ্রহণ শুরু হবে আজ রবিবার থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ১৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ২ মে পর্যন্ত। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা আদায় করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানির ৫০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। শেয়ারবাজার থেকে অর্থ আদায় করে কোম্পানিটি ভবন নির্মাণে ৭ কোটি ২৬ লাখ ৬৮ হাজার ৩৬ টাকা, মেশিনারিজ ক্রয়ে ১১ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৯৬৪ টাকা এবং আইপিও খরচ খাতে ১ কোটি ৪৫ লাখ টাকা খরচ করবে। ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৩৪ টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড। এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।
×