ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বোল্টের চ্যালেঞ্জ!

প্রকাশিত: ০৬:০২, ১৯ এপ্রিল ২০১৫

বোল্টের চ্যালেঞ্জ!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। তার আগেই প্রতিপক্ষ এ্যাথলেটদের সতর্ক করে দিলেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। ঘোষণা দিয়ে দিলেন বেজিং, লন্ডনের পর ব্রাজিলেও যেকোন প্রতিযোগীকে হারানোর জন্য তিনি প্রস্তুত। তবে একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে উল্লেখ করেছে যে, মূলত যুক্তরাষ্ট্রের ইন-ফর্ম তারকা জাস্টিন গ্যাটলিনকে উদ্দেশ করেই এ সতর্কবার্তা ছুড়ে দিয়েছেন বোল্ট। এ বিষয়ে জ্যামাইকান কিংবদন্তি বলেন, ‘তারা সবাই শীর্ষ সারির এ্যাথলেট। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি। কিন্তু আমি তাদের টাইমিং নিয়ে মোটেই চিন্তিত নই। কারণ আমি জানি যখন আমি ফর্মের তুঙ্গে থাকি তখন আমাকে পরাজিত করা কঠিন।’ গত বছর এ সময়ে নিজের ফর্মের তুলনায় এখন অনেক বেশি ভাল সময় পার করছেন উসাইন বোল্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন গত বছরের তুলনায় অনেক ভাল অনুভব করছি। এই মুহূর্তে আমি টাইমিংয়ের ওপর নজর দিচ্ছি। শুধু এটুকুই বলতে পারি ১০ সেকেন্ডের কম সময়ে প্রতিযোগিতা শেষ করার দিকেই এখন আমি চেষ্টা করছি।’ ২৮ বছর বয়সী এখন ব্রাজিলে অবস্থান করছেন। আর সেখানেই এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন যে, আগামী বছর রিওতে আবারও তিনটি স্বর্ণ জয় করে ‘ট্রিপল-ট্রিপল’ ল্যান্ডমার্ক স্পর্শ করতে মরিয়া তিনি। ২০০৮ সালে বেজিংয়ে এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১০০, ২০০ এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে রেকর্ড টাইমিংসহ স্বর্ণ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। এবার রিওতেও ২০০ মিটারে রেকর্ড ভাঙ্গার হুমকি দিয়ে দিয়েছেন ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট। এ বিষয়ে তাঁর অভিমত হলো, ‘২০০ মিটারে রেকর্ড আমাকে করতেই হবে। ওই রেকর্ড করার জন্যই আমি বেশি মনোযোগ দিচ্ছি।’ তবে ব্রাজিল অলিম্পিকে প্রতিপক্ষও যে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেÑ সেটাও জানিয়ে দিয়েছেন বোল্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘অলিম্পিক খুব বড় মঞ্চ। সেক্ষেত্রে প্রতিপক্ষ খুব শক্তিশালী হয়। এমন মঞ্চে বিশ্ব রেকর্ড করাটা খুবই রোমাঞ্চকর। তাই বিশ্ব রেকর্ড করার জন্য সব ধররের চেষ্টাই চালিয়ে যাব আমি।’
×