ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ৫ম শ্রেণীর ছাত্রী রক্ষা পেল বাল্যবিয়ের কবল থেকে

প্রকাশিত: ০৪:০৭, ১৮ এপ্রিল ২০১৫

মাদারীপুরে ৫ম শ্রেণীর ছাত্রী রক্ষা পেল বাল্যবিয়ের কবল থেকে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ এপ্রিল ॥ ঢোলের বাজনায় মুখরিত বাড়ির চারপাশ। সাজানো হয়েছে বিয়ের গেট। রান্না ও সব আয়োজন প্রায় শেষ পর্যায়ে। শুধু বর আশার অপেক্ষা। ঠিক তখনই বিয়েবাড়িতে গিয়ে হাজির হলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা। বন্ধ হয়ে গেল ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এমনই ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি গ্রামে। মস্তফাপুর ইউনিয়নের কাবেরিয়া নুরানী মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী ও মিমজেল মাতুব্বরের মেয়ে রূপা আক্তারের সঙ্গে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নতুনমাটি গ্রামের মফিজ মৃধার ছেলে কামালের বিয়ে হওয়ার কথা। মাদারীপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, ‘বাল্যবিয়ের খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালানো হয়। রূপার পরিবার তার পরিপূর্ণ বয়স না হওয়ার আগে বিয়ে দিবে না এমন মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।’
×