ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে শেখ হাসিনাকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৪:০৬, ১৮ এপ্রিল ২০১৫

চাঁপাইয়ে শেখ  হাসিনাকে নিয়ে  লেখা বইয়ের  মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ড. অজিত দাস রচিত ‘একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের মোড়ক শুক্রবার সকালে উন্মোচন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মনিমুল হক মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আ’লীগ উপদেষ্টাম-লীর সদস্য প্রফেসর ড. আবদুল খালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, রাবি’র বাংলা বিভাগের প্রফেসর ড. সুজিত সরকার, লেখক ড. অজিত দাস, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ষষ্ঠি চন্দ্র শীল প্রমুখ। পরে প্রধান অতিথি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
×